Question:সালাম বিনিময়ের বাক্যটি লিখ।
Answer
সালাম বিনিময়ের বাক্যটি হলো- আসসালামু আলাইকুম।
Question:সালাম বিনিময়ের বাক্যটি লিখ।
সালাম বিনিময়ের বাক্যটি হলো- আসসালামু আলাইকুম।
Question:সালামের জওয়াবে কী বলতে হয়?
সালামের জওয়াবে- ‘ওয়া আলাইকুমুস সালাম’ বলতে হয়।
Question:মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার হয়?
মেহমানের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার মেহমান খুশি হয়। মেজবানের সুনাম বাড়ে। মেজবান ও মেহমানের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ খুশি হন।
Question:জীবে দয়া করলে আল্লাহ কী হন?
জীবে দয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহর দয়া পাওয়া যায়।
Question:মিথ্যা বলার ক্ষতি কী?
যে মিথ্যা বলে তাকে কেউ ভালোবাসে না। বিশ্বাস করে না। আদর করে না। সম্মান দেয় না। বিপদে কেউ এগিয়ে আসে না। সাহায্য করে না।