Question:সালাম দেওয়া কী?
Answer
সালাম দেওয়া সুন্নত।
Question:সালাম দেওয়া কী?
সালাম দেওয়া সুন্নত।
Question:সত্যবাদী কার কাছে প্রিয়?
সত্যবাদী আল্লাহর কাছে প্রিয়।
Question:তোমার শ্রেণির ধর্মীয় শিক্ষক প্রদিতিন তোমাদেরকে উদ্দেশ্য করে বলেন, “তোমরা মিথ্যা কথা বলবে না সদা সত্য কথা বলবে।” তুমি তোমার শিক্ষকের কথা মতো চললে তোমাকে কী নামে ডাকা হবে? সত্য কথা বলার উপকারিতা সম্পর্কে ৪টি বাক্য লিখ।
যে সত্য কথা বলে তাকে সত্যবাদী নামে ডাকা হয়। সত্য কথা বলার উপকারিতা হলো- ১. যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে। ২. তাকে সবাই বিশ্বাস করে। ৩. সত্যবাদী আল্লাহর কাছে প্রিয়। ৪. সে বিপদে পড়লে সকলে এগিয়ে আসে এবং তাকে সাহায্য করে।
Question:মানুষকে সেবা করার পাঁচটি উপায় উল্লেখ কর।
মানুষকে সেবা করার পাঁচটি উপায় উল্লেখ কর। মানুষকে সেবা করার পাঁচটি উপায় নিচে বর্ণনা করা হলো- ১. ক্ষুধার্তকে খাদ্য দেব; ২. অসুস্থ হলে সেবা করব; ৩. বিপদে পড়লে সাহায্য করব; ৪. পিপাসা লাগলে পানি দেব এবং ৫. গরিব হলে টাকা-পয়সা দিয়ে সাহায্য করব।
Question:আল আমীন অর্থ কী? কাকে আল আমীন বলে ডাকা হতো? সত্যবাদিতা সম্পর্কে মহানবি (স) কী বলেছেন?
আল আমীন অর্থ বিশ্বাসী। মহানবি (স) বলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।