1. Question:মেহমান কাকে বলে? যাদের বাড়িতে মেহমান আসে তাদেরকে কী বলে? মেহমান আসলে আমরা কোন তিনটি কাজ করব? 

    Answer
    যারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন তারা মেহমান। যাদের বাড়িতে মেহমান আসে তারা মেজবান। মেহমান আসলে আমরা যে ৩টি কাজ করব।
    ১. প্রথমে সালাম দেব।
    ২. তারপর বসতে দেব।
    ৩. হাসিমুখে কথা বলব।






    1. Report
  2. Question:আল্লাহ তায়ালা আব্বা-আম্মার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী তুমি তোমার পিতামাতার সাথে যেভাবে উত্তম আচরণ করবে তার মধ্যে পাঁচটি উল্লেখ কর। 

    Answer
    আল্লাহ তায়লার নির্দেশ অনুযায়ী আমি আমার আব্বা-আম্মার সাথে নিচের নিচের পাঁচটি উপায়ে উত্তম আচরণ করব।
    ১. আমরা আব্বা-আম্মাকে সম্মান করব।
    ২. তাঁদের আদেশ-নিশেধ মেনে চলব।
    ৩. তাঁদের সাথে বিনয়ের সাথে কথা বল।
    ৪. কখনোই তাঁদের সাথে ঝগড়া করব না।
    ৫. তাঁদের সকসময় খুশি রাখব।






    1. Report
  3. Question:তোমার একজন সহপাঠী সবসময়ই অন্যদের সাথে মারামারি, ঝগড়া করে। তার এরূপ কাজের পরিণতি কী হতে পারে বলে তুমি মনে কর? পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমার সহপাঠীর এ ধরনের খারাপ কাজের পরিণতি পাঁচটি বাক্যে লিখা হলো-
    ১. ঝগড়া, মারামারি করলে গুনাহ হয়।
    ২. সহপাঠীদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন।
    ৩. সকল মানুষ এ ধরনের আচরণরে নিন্দা করে।
    ৪. সহপাঠীদের সাথে খারাপ আচরণকারীকে কেউ ভালোবাসে না।
    ৫. খারাপ আচরণকারীকে কেউ বিশ্বাসও করে না।






    1. Report
  4. Question:মিথ্যা বলার পাঁচটি পরিণাম লিখ। 

    Answer
    মিথ্যা কথা বলার পাঁচটি পরিশান নিম্নরূপ-
    ১. যে মিথ্যা বলে তাকে কেউ ভালোবাসে না;
    ২. মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস ভালোবাসে না;
    ৩. যে মিথ্যা বলে আল্লাহ তাকে ভালোবাসেন না এবং
    ৪. মিথ্যাবাদীর বিপদে কেউ এগিয়ে আসেন না;
    ৫. সে জান্নাতে যেতে পারবেন না বরং জাহান্নামে যাবে।






    1. Report
  5. Question:তোমার একজন সহপাঠী সবসময়ই অন্যদের সাথে মারামারি, ঝগড়া করে। তার এরূপ কাজের পরিণতি কী হতে পারে বলে তুমি মনে কর? পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমার সহপাঠীর এ ধরনের খারাপ কাজের পরিণতি পাঁচটি বাক্যে লিখা হলো-
    ১. ঝগড়া, মারামারি করলে গুনাহ হয়।
    ২. সহপাঠীদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন।
    ৩. সকল মানুষ এ ধরনের আচরণরে নিন্দা করে।
    ৪. সহপাঠীদের সাথে খারাপ আচরণকারীকে কেউ ভালোবাসে না।
    ৫. খারাপ আচরণকারীকে কেউ বিশ্বাসও করে না।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd