Question:গুন্য, গুনক বা গুনফলের মান কত হলে তিনটি মান ই সমান হবে ?
Answer
১ অথবা ০ ।
Question:গুন্য, গুনক বা গুনফলের মান কত হলে তিনটি মান ই সমান হবে ?
১ অথবা ০ ।
Question:গুনফলের সূত্রটি লেখ ?
গুনফল = গুন্য `xx`গুনক ।
Question:গুন্যের সুত্রটি লিখ ।
গুন্য = গুনফল `-:`গুনক
Question:একজন ছাত্র প্রতিদিন ৫টি অংক করে । সপ্তাহে সে একদিন অংক করা থেকে বিরত থাকে ? ক. ছাত্রটি ৩ দিনে কতটি অংক করে ? খ. এক সপ্তাহে তার করা অংকের পরিমান কত ? গ. কোন বিরতি ছাড়াই দুই সপ্তাহে সে কতটি অংক করতে পারে ।
ক. ছাত্রটি ১ দিনে করে ৫টি অংক " ৩ " " (৫ `xx`৩) = ১৫টি অংক উত্তর: ১৫টি । খ. ১ সপ্তাহ = ৭দিন :. ছাত্রটি সপ্তাহে ১ দিন অংক করা খেকে বিরত থাকে । :. তাহলে সপ্তাহে অংক করে (৭ -১) দিন = ৬দিন ছাত্রটি ১ দিনে অংক করে ৫টি :. " ৬ " " " (৫ `xx`৬)টি = ৩০টি উত্তর: ৩০টি গ. কোন বিরতি না থাকলে ছাত্রটি সপ্তাহে ৭ দিন অংক করবে । ২ সপ্তাহ = ১৪ দিন ১ দিনে অংক করে ৫টি :. ১৪ " " " (৫ `xx`১৪)টি = ৭০টি উত্তর: ১৪টি ।
Question:একটি গ্রামে ৪০টি পরিবার বসবাস করে । প্রতি পরিবার হতে ২জন সদস্য গ্রামের উন্নয়নের জন্য কাজ করবে এই সিদ্ধান্ত নেয়া হলো । কাজের জন্য পরিবার প্রতি ১৮০ টাকা করে চাঁদা ধার্য করা হল । ক. মোট কতজন কাজ করবে ? খ. ৪টি পরিবার চাঁদা না দিলে মোট কত টাকা চাঁদা উঠবে ? গ. ৬টি পরিবার হতে সদস্য কাজ করতে না এলে কতজন কাজ করবে ?
ক. মোট পরিবার ৪০টি । প্রতি পরিবার থেকে কাজ করে ২ জন । :. মোট কাজ করে = ( ৪০ `xx`২) জন = ৮০ জন । উত্তর: ৮০ জন । খ. ৪টি পরিবার চাঁদা না দিলে চাঁদা দেওয়া পরিবারের সংখ্যা হবে = (৪০ - ৪)টি = ৩৬টি :. মোট চাঁদা উঠবে = (১৮০ `xx`৩৬) টাকা = ৬৪৮০ টাকা উত্তর: ৬৪৮০ টাকা গ. ৬টি পরিবার থেকে কোন সদস্য না আসায় পরিবারের সংখ্যা হবে = (৪০ - ৬)টি = ৩৪টি ১টি পরিবার থেকে কাজ করে ২ জন :. ৩৪ " " " (২ `xx`৩৪) " = ৬৮ জন উত্তর: ৬৮ জন