Question:একটি ঝুড়িতে ৩৫৫টি আম আছে । এরুপ ২০ টি ঝুড়িতে কতটি আম আছে
Answer
১ টি ঝুড়িতে আম আছে ৩৫৫ টি :. ২০ টি ঝুড়িতে আম আছে (৩৫৫ `xx`২০) টি = ৭১০০টি উত্তর: ৭১০০টি
Question:একটি ঝুড়িতে ৩৫৫টি আম আছে । এরুপ ২০ টি ঝুড়িতে কতটি আম আছে
১ টি ঝুড়িতে আম আছে ৩৫৫ টি :. ২০ টি ঝুড়িতে আম আছে (৩৫৫ `xx`২০) টি = ৭১০০টি উত্তর: ৭১০০টি
Question:১ ডজন বইয়ের দাম ৬৭৫ টাকা । এরুপ ৩৫ ডজন বইয়ের দাম কত টাকা ?
১ ডজন বইয়ের দাম ৬৭৫ টাকা
:. ৩৫ ডজন বইয়ের দাম (৬৭৫ `xx`৩৫) টাকা
এখানে, ৬৭৫
`xx`৩৫
________
৩৩৭৫
২০২৫০
________
২৩৬২৫
:. ৩৫ ডজন বইয়ের দাম ২৩৬২৫ টাকা ।
উত্তর: ২৩৬২৫ টাকা ।Question:রহিম সাহেব দৈনিক আয় করেন ৩৭৫ টাকা, দৈনিক ব্যায় করেন ২৭৫ টাকা এবং বাকি টাকা তিনি সময় করেন । [১ মাস = ৩০ দিন এবং ১ বছর = ৩৬৫ দিন ] ক. রহিম সাহেবের মাসিক আয় কত টাকা ? খ. তিনি এক বছরে কত টাকা আয় করেন এবং ১ মাসে কত টাক সময় করেন ? গ. এক সপ্তাহে তিনি কত টাকা ব্যায় করেন ? ঘ. দৈনিক সময় হিসেবে তার বছরের সঞ্চয় কত টাকা ?
ক. রহিম সাহেবের মাসিক আয় ( ৩৭৫ `xx`৩০) টাকা
= ১১২৫০ টাকা ।
খ. তিনি এক বছরে আয় করেন (১১২৫০ `xx`১২) টাকা
=১৩৫০০০ টাকা ।
তিনি দৈনিক সময় করেন (৩৭৫ `xx`২৭৫) টাকা = ১০০ টাকা
:. ১ মাসে সময় করেন (১০০ `xx`৩০) টাকা = ৩০০০ টাকা
গ. তিনি এক সপ্তাহ বা ৭ দিনে ব্যায় করেন (২৭৫ `xx`৭)টাকা
= ১৯২৫ টাকা
ঘ. এক বছরে তাঁর সময় (৩৬৫ `xx`১০০) টাকা = ৩৬৫০০ টাকা ।Question:একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা এবং একিটি টেবিলের মূল্য ২৩৫০ টাকা । ক. ২১০ টি চেয়ারের মূল্য কত টাকা ? খ. ২০ টি টেবিলের মূল্য কত টাকা ? গ. ১৫০ টি টেবিলের মূল্য কত টাকা ? ঘ. ৫০ টি চেয়ার ও ৫০ টি টেবিলের একত্রে মূল্য কত টাকা ?
ক. ২১০টি চেয়ারের মূল্য (৮০০ `xx`২১০) টাকা
= ১৬৮০০০ টাকা ।
খ. ২০ টি টেবিলের মুল্য (২৩৫০ `xx`২০) টাকা = ৪৭০০০ টাকা ।
গ. ১৫০ টি টেবিলের মূল্য (২৩৫০ `xx`১৫০) টাকা ।
= ৩৫২৫০০ টাকা ।
ঘ. ৫০ টি টেবিলের মূল্য (২৩৫০ `xx`৫০) টাকা =১১৭৫০০ টাকা ।
:. ৫০ টি টেবিল ও ৫০ টি চেয়ারের একত্রে মূল্য
(১১৭৫০০ + ৪০০০০) টাকা = ১৫৭৫০০ টাকা ।