1. Question:শোয়েবের মাসিক স্কুলের বেতন ২০০ টাকা । তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ ২০ টাকা দেন । তার প্রতিদিনে টিফিন বাবদ খরচ মাসিক স্কুলবেতনের শতকরা কত ? 

    Answer
    শোয়েবের মাসিক স্কুলের বেতন ২০০ টাকা 
    
    প্রতিদিনের টিফিন বাবদ ২০ টাকা 
    
    :. প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও মাসিক স্কুলের বেতনের অনুপাত `(২০)/(১০০) = ১/(১০) `
    
    :. টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা` (১ xx ১০০)/(১০)`
    
                                       = ১০ টাকা 
    
    :. শোয়েবের প্রতিদিন টিফিন বাবদ খরচ, মাসিক স্কুল বেতনের ১০%   (উত্তর)






    1. Report
  2. Question:একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন । বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত ? 

    Answer
    শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন 
    
    নতুন শিক্ষার্থীর সংখ্যা ৮০০ এর ৫% 
    
    = ৮০০এর `৫/(১০০)` জন = ৪০ জন
    
    :. বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা (৮০০ + ৪০) জন = ৮৪০ জন (উত্তর)






    1. Report
  3. Question:একটি শ্রেণীতে ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫% অনুপস্থিত ছিল । কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল ? 

    Answer
    শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা = ২০০ জন 
    
    অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২০০ এর ৫% 
    
    = ২০০ এর `৫/(১০০)` জন = ১০ জন
    
    :. উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা (২০০ - ১০) জন 
    
     = ১৯০ জন  (উত্তর)






    1. Report
  4. Question:যাহেদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত ? 

    Answer
    দেওয়া আছে, 
    
       ১০% কমিশনে বইটির ক্রয়মূল্য ১৮০ টাকা
    
       মনে করি বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
    
     :. ১০% কমিশনে বইটির ক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা 
    
    :. প্রকৃত মূল্য : ক্রয়মূল্য = ১০০ : ৯০
    
    বা, প্রকৃত মূল্য/ক্রয়মূল্য `= ১০০/৯০`
    
    বা, প্রকৃত মূল্য `= ১০/৯০` ক্রয়মূল্য
    
    বা, প্রকৃত মূল্য `= ১০/৯ xx ১৮০ `টাকা = ২০০ টাকা
    
    :. বইটির প্রকৃত মূল্য = ২০০ টাকা   (উত্তর)






    1. Report
  5. Question:কমলার দাম ২০% কমে যাওয়ায় ১০০ টাকায় ৪ টি কমলা বেশি পাওয়া যায় । প্রতি ডজন কমলার বর্তমান দাম কত ? 

    Answer
    ২০% কমে বর্তমানে কমলার দাম ১০০ টাকায় কমে ২০ টাকা ।
    
    আমরা জানি ১ ডজন = ১২ টি
    
    যেহেতু কমলার দাম ২০ টাকা কমে যাওয়ায় ৪টি কমলা বেশি পাওয়া যায়,
    
    কাজেই ৪টি কমলার বর্তমান দাম ২০ টাকা
    
    ১ টি   ,,    ,,      ,,         `২০/৪`
    
    ১২ টি   ,,     ,,      ,,      `  (২০ xx ১২)/৪`
    
       = ৬০ টাকা
    
    
    উত্তর :  ৬০ টাকা ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd