Question:7x + 5y + 6z, 3x + y + 3z 4x + 4y + 3z তিনটি বীজগণিতীয় রাশি । ক. প্রথম রাশিটির x,y ও z এর সাংখ্যিক সহগগুলোর নির্ণয় কর । ২ খ. দেখাও যে, রাশি তিনটির যোগফল প্রথম রাশিটির দ্বিগুণ । ৪ গ. x = 1, y = 3 এবং z = 2 এর জন্য ‘খ’ এর সত্যতা যাচাই কর । ৪
Answer
ক. প্রথম রাশিটি হলো, 7x + 5y + 6z
রাশিটিতে x, y ও z এর সহগ যথাক্রমে 7, 5 ও 6
:. সাংখ্যিক সহগগুলোর যোগফল (7 + 5 + 6) = 18
উত্তর = 18
খ. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাশি যথাক্রমে
7x + 5y + 6z, 3x + y + 3z এবং 4x + 4y + 3z
রাশিগুলোর যোগফল 7x + 5y + 6z
3x + y + 3z
4x + 4y + 3z
_____________
14x + 10y + 12z
রাশিটির তিনটির যোগফল = 14x + 10y + 12z
= 2 (7x + 5y + 6z)
`= 2 xx` প্রথম রাশি ।
:. রাশিটি তিনটির যোগফল, প্রথম রাশিটির দ্বিগুণ ।
গ. দেওয়া আছে, x = 1, y = 3 z = 2
‘খ’ থেকে প্রাপ্ত
রাশিগুলোর যোগফল 14x + 10y + 12z
= 14.1 + 10.3 + 12.2 []
= 14 + 30 + 24 = 68
প্রথম রাশি = 7x + 5y + 6z
= 7.1 + 5.3 + 6.2
= 7 + 15 + 12 = 34
:. রাশিগুলোর যোগফল = 68 `= 2 xx 34 = 2 xx ` প্রথম রাশি ।
সুতরাং রাশিগুলোর যোগফল, প্রথম রাশির দ্বিগুণ ।