Question:একটি গরুর দাম a টাকা একটি খাসির দাম b টাকা এবং একটি মুরগির দাম c টাকা। ক. দশটি গরুর দাম কত ? 2 খ. দশটি গরু পাঁচটি খাসি এবং তিনটি মুরগির মোট দাম কত ? 2 গ. 17 টি খসির দাম ও টি মুরগির দামের যোগফল থেকে 25 টি গরুর দাম বিয়োগ কর। 4
Answer
ক. দেওয়া আছে, টি গরুর দাম টাকা :. 10 ,, ,, ,, `(a xx 10)` ,, = 10a টাকা (Ans) খ. ‘ক’ থেকে প্রাপ্ত ফলাফল 10 টি গরুর দাম 10a টাকা এখানে 1 টি খাসির দাম b টাকা :. 5 ,, ,, ,, `(b xx 5)`,, = 5b টাকা এবং 1 টি মুগির দাম c টাকা :. 3 ,, ,, ,, `(c xx 3)`,, = 3c টাকা :. দশটি গরু, পাঁচটি খাসি এবং তিনটি মুরগির মোট দাম = (10a + 5b + 3c) টাকা (Ans) গ. 1 টি খাসির দাম b টাকা :. 17 টি ,, ,, `(b xx 17)`,, = 17b টাকা 1 টি মুরগির দাম c টাকা :. 25 টি ,, ,, ,,` (c xx 25)`,, = 25c টাকা 1 টি গরুর দাম a টাকা :. 2 টি ,, ,, `(a xx 2)`,, = 2a টাকা :. বিয়োগফল = {(17b + 25c) - 2a} টাকা = (17b + 25c - 2a) টাকা (Ans)