1. Question:আয়তকার একটি ক্ষেত্রের প্রস্থ এর দৈর্ঘ্যের অর্ধেক হবে। প্রতি বর্গমিটার ২ টাকা দরে ক্ষেত্রটিতে ঘাস লাগাতে ১২১০০ টাকা খরচ হয়। ক্ষেত্রটির ভেতরে চারিদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। ক. আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? খ. দৈর্ঘ্য বরাবর প্রতি মিটারে খরচ হয় ১৫ টাকা এবং প্রস্থ বরাবর প্রতি মিটারে খরচ হয় ১০ টাকা। তবে ঐ ক্ষেত্রের চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? গ. প্রতি বর্গমিটারে ১২.৫০ টাকা হিসাবে রাস্তাটি ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 

    Answer
    ক. ২ টাকা খরচ হয় ১ বর্গমিটার ঘাস লাগাতে 
    
       :.  ১ টাকা খরচ হয় `১/২` বর্গমিটার ঘাস লাগাতে 
    
       :. ১২১০০ টাকা খরচ হয় `(১ xx ১২১০০)/২` বর্গমিটার ঘাস লাগাতে 
    
      :. আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ৬০৫০ বর্গমিটার
    
        উত্তর: ৬০৫০ বর্গমিটার।
    
     
     খ. মনে করি,
    
     আয়তকার ক্ষেত্রটির প্রস্থ x মিটার
    
     :. আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ২x মিটার
    
     :.  আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = ২x. x মিটার
    
                     = `২x^২` বর্গমিটার
    
     আবার, ‘ক’ থেকে পাই,
    
     আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ৬০৫০ বর্গমিটার
    
     :. `২x^২` = ৬০৫০
    
     বা, `x^২`= `(৬০৫০)/২`
    
     বা, `x^২`= ৩০২৫
    
     বা, `x = sqrt৩০২৫`
    
     :. x = ৫৫
    
     :. ক্ষেত্রটির দৈর্ঘ্য = `২ xx ৫৫` মিটার 
    
                       = ১১০ মিটার
    
      দৈর্ঘ্য বরাবর বেড়া দিতে হবে `২ xx ১১০` মিটার
    
                                = ২২০ মিটার
    
      প্রস্থ বরাবর বেড়া দিতে হবে  `২ xx ৫৫` মিটার
    
                                      = ১১০ মিটার
    
     :. দৈর্ঘ্য বরাবর বেড়া দিতে হবে খরচ হবে  
    
            `২২০ xx ১৫` মিটার
    
            = ৩৩০০ টাকা
    
      এবং প্রস্থ বরাবর বেড়া দিতে খরচ হবে 
    
            = `১১০ xx ১০` টাকা
    
            = ১১০০ টাকা
    
         চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে টাকা
    
          (৩৩০০ + ১১০০) টাকা 
    
          = ৪৪০০ টাকা
    
        উত্তর: ৪৪০০ টাকা






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd