1. Question:৬. `A = {a, b}, B = {a, b, c}`এবং `C = A uu B` হলে, দেখাও যে, `P(C)`এর উপাদান সংখ্যা `2^n`, যেখানে `n` হচ্ছে `C`এর উপাদান সংখ্যা। 

    Answer
    সমাধান:
    দেওয়া আছে,
    `A = {a, b}, B = {a, b, c}`
    `:. C = A uu B`
    `= {a, b} uu {a, b, c}`
    `= {a, b, c}`
    এখানে,
    `C` এর উপাদান সংখ্যা `3`.
    এবং `C` এর উপসেটসমূহ `{a, b, c}, {a, b}, {b, c}, {c, a}, {a}, {b}, {c}, O/`.
    `:. P(C) = {{a, b, c}, {a, b}, {b, c}, {c, a}, {a}, {b}, {c}, O/}`
    `:. P(C)` = এর উপাদান সংখ্যা `8`
    `= 2^3` 
    `:. P(C)` এর উপাদান সংখ্যা `2^n`
    যেখানে `n` হলো `C` এর উপাদান সংখ্যা।  (দেখানো হলো)






    1. Report
  2. Question:৭. (ক) `(x - 1, y + 2) = (y - 2, 2x + 1)` হলে `x` এবং `y` এর মান নির্ণেয় কর। (খ) `(ax - cy, a^2 - c^2) = (0, ay - cx)` হলে, `(x, y)` এর মান নির্ণয় কর। (গ) `(6x - y, 13) = (1, 3x + 2y)` হলে, `(x, y)` নির্ণয় কর। 

    Answer
    সমাধান:(ক ) `(x - 1, y + 2) = (y - 2, 2x + 1)` হলে `x` এবং `y` এর মান নির্ণেয় কর।
    
    দেওয়া আছে,
    
    `(x - 1, y + 2) = (y - 2, 2x + 1)`
    
    ক্রমজোড়ের শর্তমতে, 
    
    `x - 1 = y - 2`
    
    বা, `x - y = -2 +1`
    
    `:. x - y = -1`............(i)
    
    এবং `y + 2 = 2x + 1`
    
    বা, `y - 2x = 1 - 2`
    
    বা, `y - 2x = -1`
    
    `:. 2x - y = 1`..........(ii) [ উভয় পক্ষকে `(-1)` দ্বারা গুণ করে ]
    
    (i) নং থেকে (ii) নং বিয়োগ করে
    
    `x - y -(2x - y) = -1 -1`
    
    বা, `x - y - 2x +y = - 2`
    
    বা, `- x = - 2`
    
    `:. x = 2`  [ উভয় পক্ষকে `(-1)` দ্বারা গুণ করে ]
    
    এখন, (i) নং সমীকরণে `x` এর মান বসিয়ে
    
    `2 - y = -1`
    
    বা, `- y = - 3`
    
    `:. y = 3`  [ উভয় পক্ষকে `(-1)` দ্বারা গুণ করে ]Ans. `x = 2, y = 3`(খ ) `(ax - cy, a^2 - c^2) = (0, ay - cx)` হলে, `(x, y)` এর মান নির্ণয় কর। 
    
    দেওয়া আছে,
    
    `(ax - cy, a^2 - c^2) = (0, ay - cx)`
    
    ক্রমজোড়ের শর্তমতে,
    
    `ax - cy = 0` .........(i)
    
    এবং,
    
    `a^2 - c^2 = ay - cx`
    
    বা, `ay - cx = a^2 - c^2` ............(ii)
    
    (i) নং কে `a` দ্বারা ও (ii) নং কে `c` দ্বারা গুণ করে যোগ করি,
    
    `a^2x - acy = 0`
    
    `(acy - c^2x = a^2c - a^3)/(a^2x - c^2x = a^2c - c^3)`
    
    বা, `x(a^2 - c^2) = c(a^2 - c^2)`
    
    বা, `x = (c(a^2 - c^2))/((a^2 - c^2))`
    
    `:. x = c`
    
    (i) নং এ `x` এর মান বসিয়ে,
    
    `a.c - cy = 0`
    
    বা, `cy = ac`
    
    `:. y = a`
    
    `:. (x, y) = (c, a)`Ans.`(c, a)`(গ) `(6x - y, 13) = (1, 3x + 2y)` হলে, `(x, y)` নির্ণয় কর।
    
    দেওয়া আছে,
    
    `(6x - y, 13) = (1, 3x + 2y)`
    
    ক্রমজোড়ের শর্তমতে,
    
    `6x - y = 1` .........(i)
    
    এবং,
    
    `13 = 3x + 2y`
    
    বা, `3x + 2y = 13` ...........(ii)
    
    এখন, (i) নং কে `2` দ্বারা গুণ করে (ii) নং এর সাথে যোগ করি,
    
    `12x - 2y = 2`
    
    `(3x + 2y = 13)/(15x = 15)`
    
    `:. x = 1`
    
    (i) নং এ `x` এর মান বসিয়ে,
    
    `6.1 - y = 1`
    
    বা, `6 - y = 1`
    
    `:.y = 5`
    
    `:. (x, y) = (1, 5)`Ans.`(1, 5)`






    1. Report
  3. Question:৮.(ক) `P = {a}, Q= {b, c}` হলে `P xx Q` এবং `Q xx P` নির্ণেয় কর। (খ) `A = {3, 4, 5}, B = {4, 5, 6}` এবং `C = {x, y}` হলে, `(A nn B) xx C` নির্ণেয় কর। (গ) `P = {3, 5, 7}, Q = {5, 7}` এবং `R = p\q` হলে, `(P uu Q) xx R` নির্ণেয় কর। 

    Answer
    সমাধান:(ক) `P = {a}, Q= {b, c}` হলে `P xx Q` এবং `Q xx P` নির্ণেয় কর।
    দেওয়া আছে,
    `P = {a}` এবং `Q = {b, c}`
    `:. P xx Q = {a} xx {b, c}`
    `= {(a, b), (a, c)}`
    এবং
    `Q xx P = {b, c} xx {a}`
    `= {(b, a), (c, a)}`Ans. `{(a, b), (a, c)}; {(b, a), (c, a)}`(খ) `A = {3, 4, 5}, B = {4, 5, 6}` এবং `C = {x, y}` হলে, `(A nn B) xx C` নির্ণেয় কর।
    দেওয়া আছে,
    `A = {3, 4, 5}, B = {4, 5, 6}`
    এবং `C = {x, y}`
    এখানে,
    `A nn B = {3, 4, 5} nn {4, 5, 6}`
    `= {4, 5}`
    `:. (A nn B) xx C = {4, 5} xx {x, y}`
    `= {(4, x), (4, y), (5, x), (5, y)}`Ans. `{(4, x), (4, y), (5, x), (5, y)}.`(গ) `P = {3, 5, 7}, Q = {5, 7}` এবং `R = P\Q` হলে, `(P uu Q) xx R` নির্ণেয় কর।
    দেওয়া আছে,
    `P = {3, 5, 7}` এবং ` Q = {5, 7}`
    `:. R = P\Q`
    `= {3, 5, 7} - {5, 7}`
    `= {3}.`
    এখানে,
    `P uu Q = {3, 5, 7} uu {5, 7}`
    `= {3, 5, 7}`
    `(P uu Q) xx R = {3, 5, 7} xx {3}`
    `= {(3, 3), (3, 5), (3, 7)}.`Ans. `{(3, 3), (3, 5), (3, 7)}.`






    1. Report
  4. Question:৯.`A`ও`B` যথাক্রমে `35` এবং `45` এর সকল গুণনীয়কের সেট হলে`A uu B` ও `A nn B` নির্ণেয় কর। 

    Answer
    সমাধান:
    এখানে,
    `35 = 1 xx 35`
    ` = 5 xx 7`
    `A = {1, 5, 7, 35}`
    আবার,
    `45 = 1 xx 45`
    ` = 3 xx 15`
    ` = 5 xx 9`
    `:. B = {1, 3, 5, 9, 15, 45}`
    `:. A uu B = {1, 5, 7, 35} uu {1, 3, 5, 9, 15, 45}`
    `= {1, 3, 5, 7, 9, 15, 35, 45}`
    এবং 
    `A nn B = {1, 5, 7, 35} nn {1, 3, 5, 9, 15, 45}`
    `= {1, 5}`Ans.`{1, 3, 5, 7, 9, 15, 35, 45}` এবং  `{1, 5}`






    1. Report
  5. Question:১০.যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা `346` এবং `556` কে ভাগ করলে প্রতিক্ষেত্রে `31` অবশিষ্ট থাকে এদের সেট নির্ণেয় কর। 

    Answer
    সমাধান:
    যে স্বাভাবিক সংখ্যা দ্বারা `346` এবং `556` কে ভাগ করলে প্রতিক্ষেত্রে `31` অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি `31` অপেক্ষা বড় এবং সংখ্যাটি `(346 - 31) = 315` ও 
    `(556 - 31) = 525` এর সাধারণ গুণনীয়ক।
    মনে করি,
    `31` অপেক্ষা বড় `315` এর গুণনীয়কের সেট `= A`
    এবং `525` এর গুণনীয়কের সেট `= B`
    এখানে,
    `315 = 1 xx 315`
    `= 3 xx 105`
    `= 5 xx 63`
    `= 7 xx 45`
    `= 9 xx 35`
    আবার,
    `525 = 1 xx 525`
    `= 3 xx 175`
    `= 5 xx 105`
    `= 7 xx 75`
    `= 15 xx 35`
    `31` অপেক্ষা বড় `315` এর গুণনীয়কগুলো হলো:
    `35, 45, 63, 105, 315`
    `31` অপেক্ষা বড় `525` এর গুণনীয়কগুলো হলো:
    `35, 75, 105, 175, 525`
    `A = {35, 45, 63, 105, 315}` 
    এবং  `B = {35 , 75, 105, 175, 525}`
    `:.` নির্ণেয় সেট `= A nn B = {35, 105}`Ans. `{35, 105}`






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd