Question:আলফা কণার আধানের মান কত?
Answer
আলফা কণার আধানের মান `3.2xx10^(-19)C`।
Question:আলফা কণার আধানের মান কত?
আলফা কণার আধানের মান `3.2xx10^(-19)C`।
Question:কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কী?
যেসব ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ। যেমন- কীবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি। আবার, কম্পিউটারের সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা, যা কম্পিউটারের কী কাজ করতে হবে তা বলে দেয়। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম। যেমন- উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭।
Question:ফ্যাক্স কী?
ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যেকোনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়।
Question:তেজস্ক্রিয়তা বলতে কী বোঝ?
যেসব মৌলের পারমাণবিক ভর ৮২ বা এর চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার ফলে ভঅরী মৌলসমূহ ভেঙ্গে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়।
Question:অর্ধায়ু কাকে বলে?
যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।