Question:রোধ কাকে বলে?
Answer
সকল পরিবাহী তড়িৎ প্রবাহে কম-বেশি বাধা দেয়। এ বাধাকে পরিবাহীর রোধ বলে।
Question:রোধ কাকে বলে?
সকল পরিবাহী তড়িৎ প্রবাহে কম-বেশি বাধা দেয়। এ বাধাকে পরিবাহীর রোধ বলে।
Question:বৈদ্যুতিক হিটারের নািইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ: যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাব েবেশি তাদের মধ্যে তড়িৎপ্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যেমন- নাইক্রোম। নাইক্রোমের আপেক্ষিক রোধ এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি। উচ্চ আপেক্ষিক রোধের কারণেই নাইক্রোম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। নাইক্রোমের এই ধর্মের কারণেই বৈদ্যুতিক হিটারে প্রচুর তাপ উৎপন্ন হয়।
Question:ও’মের সূত্রটি লিখ।
’তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
Question:নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের পরিবাহকের দৈর্ঘ্য 5 গুণ বড় করলে রোধের কী পরিবর্তন হবে ব্যাখ্যা কর।
রোধের দৈর্ঘ্যের সূত্র হলো: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। সুতরাং নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের পরিবাহকের দৈর্ঘ্য 5 গুণ বড় করলে রোধ পূর্বের তুলনায় 5 গুণ হবে।
Question:তড়িৎ আবেশ কী?
একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর নিটে রেখে আহিত বস্তুর প্রভাবে অনাহিত বস্তুটিকে ক্ষণস্থায়ীভাবে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।