Question:পদার্থবিজ্ঞানের নিয়মগুলো কেন জীবজগতের ক্ষেত্রে প্রয়োগ করা যায়?
Answer
প্রতিটি জীবদেহ একাধিক ভৌত উপাদানের সংমিশ্রণে তৈরি। ফলে শুধু জড়জগত নয়, প্রাণিজগতকেও পদার্থবিজ্ঞানের নিয়মে অনেক ক্ষেত্রে ব্যাখ্যা করা সম্ভব। বস্তুত পদার্থবিজ্ঞানের নিয়মগুলো সার্বজনীন বলেই এগুলো জীবজগতের ক্ষেত্রেও প্রযোগ করা যায়।