জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান



  1. Question:এক্স-রে কাকে বলে? 

    Answer
    সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক ক্ষুদ্র অর্থাৎ `10^(-10)m` এর কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বক বিকিরণকে এক্স-রে বলে।






    1. Report
  2. Question:রোগ নির্ণয়ে চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার অপরিহার্য-ব্যাখ্যা কর। 

    Answer
    বিভিন্ন অসুস্থতায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাহ্যিক বর্ণনা শুনে রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক অবস্থান নির্ণয় যেমন কঠিন তেমনি উক্ত নির্দিষ্ট অঙ্গ কী মাত্রায় আক্রান্ত হয়েছে তা জানা সম্ভব নয়। বর্তমান আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহৃত করে রোগের সঠিক প্রকৃতি ও আক্রান্তের মাত্রা সবই জানা সম্ভব হচ্ছে। ফলে চিকিৎসক সঠিক ব্যবস্থাপত্র দিতে পারছেন। ফলে বলা যায় রোগ নির্ণয়ে চিকিৎসা যন্ত্রপাতির ব্যভহার অপরিহার্য।
    তাই একথা বলা যায় যে, মানবদেহের সুস্থতায় এক্সরের অবদান অপরিসীম।






    1. Report
  3. Question:এমআরআই কী? 

    Answer
    নিউক্লিয় চৌম্বক অনুনাদ বা Nuclear Magnetic Resonance এর ভৌত ও রাসায়নিক নীতির ওপর ভিত্তি করে যে যন্ত্র কাজ করে তাকে এম আর আই বলে।






    1. Report
  4. Question:ইসিজি বলতে কী বুঝ- ব্যাখ্যা কর। 

    Answer
    ইসিজি হলো ইংরেজী ইলেকট্রোকাডিওগ্রাম (Electrocardiogram) শব্দের সংক্ষিপ্ত রূপ। এটি এমন একটি রোগ নির্ণয় পদ্ধতি যার সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশীজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপিন্ড যে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত উৎপন্ন করে সেটি ইসিজির সাহায্যে আমরা সনাক্ত করতে পারি।






    1. Report
  5. Question:ETT এর পূর্ণ রূপ লিখ। 

    Answer
    ETT এর পূর্ণ রূপ হলো Exercise Tolerance Test।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd