তড়িতের চৌম্বক ক্রিয়া



  1. Question:তাড়িৎ চুম্বকের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় লিখ। 

    Answer
    তাড়িত চুম্বকের প্রাবল্য নিম্নোক্ত উপায়ে বৃদ্ধি করা যায়-
    ১. তড়িৎ প্রবাহ বাড়িয়ে 
    ২. সলিনয়েডের প্যাঁচের সংখ্যা বাড়িয়ে
    ৩. ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরও কাছাকাছি এনে।






    1. Report
  2. Question:চৌম্বক আবেশের ক্ষেত্রে মুখ্য কুন্ডলী কী? 

    Answer
    যে কুন্ডলীতে একটি তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত থাকে তাকে মুখ্য কুন্ডলী বলে।






    1. Report
  3. Question:তাড়িত চৌম্বক আবেশর ক্ষেত্রে, গৌণ কুন্ডলী কী? 

    Answer
    তড়িৎ চৌম্বক আবেশ পরীক্ষায় যে কুন্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে সেটি গৌণ কুন্ডলী।






    1. Report
  4. Question:আর্মেচার কী? 

    Answer
    জেনারেটর ব্যবহৃত কাচা লোহার পাতটিকে বলা হয় আর্মেচার।






    1. Report
  5. Question:বৈদ্যুতিক মোটরে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে? 

    Answer
    বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd