Question:লব্ধ রাশি কাকে বলে?
Answer
যে সকল রাশি মৌলিক বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে।
Question:লব্ধ রাশি কাকে বলে?
যে সকল রাশি মৌলিক বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে।
Question:রাশি বলতে কী বুঝায়?
এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন: দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি।
Question:মাত্রা বলতে কী বুঝ?
কোনো ভৈৗত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। যেমন- দৈর্ঘের মাত্রা L, ভরের মাত্রা M সময়ের মাত্রা T ইত্যাদি।
Question:নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব কী নিয়ে গঠিত?
নিউটনের স্থান কালের ধারণায় মহাবিশ্ব ত্রিমাত্রিক স্থান ও একমাত্রিক সময় নিয়ে গঠিত।
Question:এস.আই পদ্ধতিতে দৈর্ঘের একক নির্ধারণে আদর্শ হিসেবে কী ধরা হয়?
শূন্য স্থানে আলো 1/299792458 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে দৈর্ঘের একক নির্ধারণে আদর্শ হিসেব ধরা হয়।