ভৌত রাশি ও পরিমাপ



  1. Question:গ্যালিলিও নিউটনীয় যুগকে বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে অবিহিত করা হয় কেন? 

    Answer
    গ্যালিলিও নিউটনীয় যুগে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে। এ সময়ে আলো, বিদ্যুৎ, চুম্বক, শব্দ, তাপ প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক প্রায়োগিক কাজ শুরু হয়। বিজ্ঞানী গ্যালিলিও গাণিতিক তত্ত্ব নির্মাণ এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। আর নিউটন এর পূর্ণতা আনে। তাদের এই প্রবর্তিত ধারায় বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে সূত্রাকারে সহজে উপস্থাপন করা যায়। তাই গ্যালিলিও নিউটনীয় যুগকে বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়।






    1. Report
  2. Question:ভার্নিয়ার স্কেল কী? 

    Answer
    ভিার্নিয়ার স্কেল হচ্ছে একটি সাহায্যকারী স্কেল যা মূল স্কেলের সাথে ব্যবহার করা হয় এবং যার সাহায্যে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের ভগ্নাংশ পরিমাপ করা যায়।






    1. Report
  3. Question:ভার্নিয়ার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম কত পর্যন্ত নিখুতভাবে মাপা যায়? 

    Answer
    ভার্নিয়ার স্কেল ব্যবহার করে আমরা সর্বনিম্ন ঐ স্কেলের ভার্নিয়ার ধ্রুবকের সমান খন্ডাংশ পরিমাণ মাপতে পারি। আর ভার্নিয়ার ধ্রুবক হলো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের বিয়োগফল অথবা (মূল স্কেলের ক্ষুদ্রতম এর ঘর)/(ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা)।






    1. Report
  4. Question:মৌলিক একক বলতে কী বোঝ? 

    Answer
    মৌলিক রাশির এককে মৌলিক একক বলা হয়। মৌলিক একক অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয়। যেমন: দৈর্ঘ্য, ভর এবং সময়। এসব মৌলিক রাশির একক যথাক্রমে মিটার, কিলোগ্রাম ও সেকেন্ড যা অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয়।






    1. Report
  5. Question:কে দেখান যে আলো এক প্রকার তড়িৎ চৌম্বক তরঙ্গ? 

    Answer
    জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd