Question:এন্ডোস্কোপিতে কোন আলোকীয় ঘটনা ব্যবহৃত হয়?
Answer
এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহৃত হয়।
Question:এন্ডোস্কোপিতে কোন আলোকীয় ঘটনা ব্যবহৃত হয়?
এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহৃত হয়।
Question:হৃৎপিন্ডের যে সকল অস্বাভাবিক প্রকৃতি ইসিজির মাধ্যমে সনাক্ত করা যায় তা ব্যাখ্যা কর।
হৃৎপিন্ডের নিম্নলিখিত অস্বাভাকি প্রকৃতি ইসিজির মাধ্যমে শনাক্ত করা যায়। ১. হৃৎপিন্ডের স্পন্দনের হার বেশি বা কম বা অনিয়মিত হওয়া। ২. সম্প্রতি সংঘটিত হওয়া হার্ট এটাক। ৩. হৃৎপিন্ডের আকার বড় হয়ে যাওয়া।
Question:ডাই কাকে বলে?
এনজিওগ্রাফি করার সময় সময় রক্তনালিকায় বিমেষ টিউবের মাধ্যমে যে তরল পদার্থ প্রবেশ করান হয় তাকে ডাই বলে।
Question:কী কী কারণে এনজিওগ্রাফি করতে হয় ব্যাখ্যা কর।
সাধারণত যে যে কারণে চিকিৎসক এনজিওগ্রাফিকরার পরামর্শ দেন তা নিম্নরূপ: ১. হৃৎপিন্ডের বাহিরে ধমনির ব্লকেজ হলে। ২. ধমনি প্রসারিত হলে। ৩. কিডনীর ধমনির অবস্থা বোঝার জন্য। ৪. শিরার কোনো সমস্যা হলে। মূলত এ সমস্ত সমস্যার কারণে বুকে ব্যাথ্যা, হার্ট এ্যাটাক, স্ট্রোক প্রভৃতি সমস্যা হয়।
Question:রেডিওথেরাপি কী?
রেডিওথেরাপি শব্দটি ইংরেজি Radiation Therapy শব্দের সংক্ষিপ্ত রূপ।