পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:জগদীশচন্দ্র বসু কোথায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন? 

    Answer
    জগদীশচন্দ্র বসু কলকাতায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।






    1. Report
  2. Question:হৃদপিন্ডকে স্বয়ংক্রিয় পাম্প বলা হয় কেন? 

    Answer
    মানবদেহের বিভিন্ন অংশের মধ্যে হৃৎপিন্ড বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজস্ব বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা সমগ্রদেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম। এজন্য হৃৎপিন্ডকে স্বয়ংক্রিয় পাম্প বলা হয়।






    1. Report
  3. Question:আলট্রাসনোগ্রাফিতে কী ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়? 

    Answer
    আলট্রাসনোগ্রাফীতে শ্রবণত্তোর শব্দতরঙ্গ ব্যবহৃত হয়।






    1. Report
  4. Question:সিটিস্ক্যান কেন করানো হয়? 

    Answer
    দেহের অভ্যন্তরে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান বা বর্তমান অবস্থান জানতে সিটিস্ক্যান করানো হয়।






    1. Report
  5. Question:এন্ডোস্কোপিতে কোন বৈজ্ঞানিক সূত্রের ব্যবহার করা হয়? 

    Answer
    এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রকে কাজে লাগানো হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd