Question:জগদীশচন্দ্র বসু কোথায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
Answer
জগদীশচন্দ্র বসু কলকাতায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।
Question:জগদীশচন্দ্র বসু কোথায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
জগদীশচন্দ্র বসু কলকাতায় ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।
Question:হৃদপিন্ডকে স্বয়ংক্রিয় পাম্প বলা হয় কেন?
মানবদেহের বিভিন্ন অংশের মধ্যে হৃৎপিন্ড বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই নিজস্ব বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা সমগ্রদেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম। এজন্য হৃৎপিন্ডকে স্বয়ংক্রিয় পাম্প বলা হয়।
Question:আলট্রাসনোগ্রাফিতে কী ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়?
আলট্রাসনোগ্রাফীতে শ্রবণত্তোর শব্দতরঙ্গ ব্যবহৃত হয়।
Question:সিটিস্ক্যান কেন করানো হয়?
দেহের অভ্যন্তরে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান বা বর্তমান অবস্থান জানতে সিটিস্ক্যান করানো হয়।
Question:এন্ডোস্কোপিতে কোন বৈজ্ঞানিক সূত্রের ব্যবহার করা হয়?
এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রকে কাজে লাগানো হয়।