Question:পরম গতি কী?
Answer
পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।
Question:পরম গতি কী?
পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।
Question:সুষম ত্বরণের একটি প্রাকিৃতিক উদাহরণ দাও।
অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।
Question:প্রস্ঙ্গ কাঠামো কাকে বলে?
যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।
Question:ঘূর্ণন গতি কাকে বলে?
যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।
Question:পর্যাবৃত্ত গতি কাকে বলে?
কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।