Question:ব্যক্তিগত ত্রুটি কী?
Answer
পর্যবেক্ষণ নিজের কারণে পাঠে যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
Question:ব্যক্তিগত ত্রুটি কী?
পর্যবেক্ষণ নিজের কারণে পাঠে যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
Question:ভার্নিয়ার সমপাতন 6 বলতে কী বোঝ?
ভার্নিয়ার সমপাতন 6 বলতে বোঝায়, বাম দিক হতে গুণলে ভার্নিয়ার স্কেলের 6নং দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলেছে অথবা প্রধান স্কেলের কোনো একটি দাগের সবচেয়ে কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবককে 6 দ্বারা গুণ করে নির্ণেয় রাশির (দৈর্ঘ্য) ভার্নিয়ার পাঠ নির্ণয় করা হয়।
Question:ভার্ণিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা কর।
সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি। মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.2 মিলিমিটার, 0.4 মিলিমিটার বা 0.8 মিলিমিটার িইত্যাদি হলে আমাদের ব্যবহার করতে হয় ভার্নিয়ার স্কেল। এক্ষেত্রে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভূল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করা হয়, তাই হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলকে মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারে ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা যায়।
Question:স্লাইড ক্যালিপাসর্ের অপর নাম কী?
স্লাইড ক্যালিপাসর্ের অপর নাম ভার্নিয়ার ক্যালিপার্স।
Question:রোমার কী পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
বিজ্ঞানী রোমার বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ নির্ণয় করেন।