পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:কোনো বস্তুর বিভব শক্তি কীসের উপর নির্ভর করে? 

    Answer
    কোনো বস্তুর বিভবশক্তি বস্তুটির ভর এবং উচ্চতার উপর নির্ভর করে। m ভরের বস্তুকে h উচ্চতায় উঠাতে বিভশক্তির পরিমাণ, Ep= mhg যেহেতু কোনো নির্দিষ্ট স্থানে g এর মান ধ্রুবক, তাই কোনো নির্দিষ্ট স্থানে বিভশক্তি বস্তুটির ভর ও উচ্চতার সমানুপাতিক। অর্থাৎ ভর ও উচ্চতা বাড়ার সাথে সাথে বিভবশক্তি বৃদ্ধি পায়।






    1. Report
  2. Question:পেট্রোলিয়াম শব্দের অর্থ কী? 

    Answer
    পাথরের সঞ্চিত তেল।






    1. Report
  3. Question:মৌলিক বল কী? 

    Answer
    যেসব বলে অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় এবং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।






    1. Report
  4. Question:মহাকর্ষ বল অস্পর্শ বল কেন, ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি বসতউর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
    মহাকর্ষ বল হলো বিশ্ব জগতের যেকোনো দুটি বস্তুর একে অপরের উপর আকর্ষণ বল। এ বল দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই ক্রিয়া করে, তাই মহাকর্ষ বল একটি অস্পর্শ বল।






    1. Report
  5. Question:ঘর্ষণ বল কী? 

    Answer
    দুটি তল পরস্পরের সংস্পশর্ে থেকে গতিশীল হলে এদের প্রত্যেকের গতির বিপরীতে যে বাধা বলের উদ্ভব হয় তাকে ঘর্ষণ বল বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd