পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:ঘনত্ব বস্তুর তাপমাত্রার ওপর কীভাবে নির্ভর করে- ব্যাখ্যা কর। 

    Answer
    বস্তুতে তাপ প্রয়োগ করলে এর অণু পরমাণুসমূহ পরস্পর হতে দূরে সরে যায় বলে এর আয়তন বৃদ্ধি পায়। যেহেতু ভর নির্দিষ্ট থাকে এবং ঘনত্ব হলো ভর ও আয়তনের অনুপাত, তাই তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুর ঘনত্ব হ্রাস পায়। বিপরীতক্রমে, তাপমাত্রা হ্রাসে বস্তুর আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। তবে কোনো কোনো ক্ষেত্রে (যেমন পানি) এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়।






    1. Report
  2. Question:পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। 

    Answer
    যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে সহাবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে।






    1. Report
  3. Question:দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি? ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি বস্তুর তাপ সমান হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে, কারণ বস্তুর তাপমাত্রা তাদের তাপের পরিমাণের ওপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুর তাপীয় অবস্থার ওপর। একই উপাদানের কিন্তু ভিন্ন আকারের দুটি বস্তুর তাপের পরিমাণ সমান হলে ক্ষুদ্রতর বস্তুটির তাপমাত্রা বেশি হবে।






    1. Report
  4. Question:পুনঃশিলীভবন কাকে বলে? 

    Answer
    চাপ প্রয়োগের ফলে কঠিন বস্তু গলে যাওয়া এবং চাপ প্রত্যাহারে আবার কঠিন অবস্থা প্রাপ্ত হওযাকে পুনঃশিলীভবন বলে।






    1. Report
  5. Question:একক ভরের তাপধারণ ক্ষমতাই আপেক্ষিক তাপ, ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ঐ বস্তুর তাপ ধারণক্ষমতা বলে। আবার 1 kg ভরের বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে আপেক্ষিক তাপ বলে। সুতারাং উপরিউক্ত সংজ্ঞানুসারে বলা যা একক ভরের তাপধারণ ক্ষমতাই আপেক্ষিক তাপ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd