Question:প্রাণীর মেরুদণ্ড কীভাবে গঠিত হয়? মেরুদণ্ডের কাজ কী? ইলিশ মাছের তিনটি বৈশিষ্ট্য লেখ।
Answer
পিঠের দিকে ছোট ছোট এক সাড়ি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। ইলিশ মাছের তিনটি বৈশিষ্ট্য: ১. এটি মেরুদণ্ডী প্রাণী এবং পানিতে বসবাস করে। ২. এর দেহ আঁইশে ঢাকা থাকে। ৩. পাখনা নেড়ে পানিতে চলাচল করে।