Question:মেরুদণ্ডী প্রাণী কাকে বলে?
Answer
যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে।
Question:মেরুদণ্ডী প্রাণী কাকে বলে?
যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে।
Question:উভয়চর প্রাণী কাকে বলে?
যেসব মেরদণ্ডী প্রাণী স্থলে ও পানি উভয়তেই বাস করে, সেসব প্রাণীদের উভয়চর প্রাণী বলা হয়।
Question:স্তন্যপায়ী প্রাণী কী?
যেসব মেরুদন্ডী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে ও বাচ্চারা মায়ের দুধ পান করে তারাই স্তন্যপায়ী প্রাণী বলা হয়।
Question:তোমাকে জীবন ধারণের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়। এ ধরনের ৫টি নির্ভরতা লেখ।
জীবন ধারণের জন্যে অন্য জীবের ওপর আমার ৫টি নির্ভরতা হলো- (১) খাবার পাই উদ্ভিদ ও প্রাণী থেকে। (২) পরার পোষাক, কাপড় তৈরি হয় উদ্ভিদ থেকে। (৩) রান্না করার জ্বালানি ব্যবহার করি উদ্ভিদের কাঠ থেকে। (৪) প্রাণীর চামড়া থেকে ব্যাগ, জুতা তৈরি হয়। (৫) ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করি উদ্ভিদের কাঠ থেকে।
Question:গোলাপ ও ধান ভিন্ন শ্রেণির উদ্ভিদ। এগুলো কোন কোন উদ্ভিদ? এদের যেকোনো একটি উদ্ভিদের ৩টি বৈশিষ্ট্য লেখ।
গোলাপ হলো হলো গুল্ম শ্রেণির উদ্ভিদ। অপরদিকে ধান বিরুৎ শ্রেণির উদ্ভিদ। গুল্ম শ্রেণির উদ্ভিদের ৩টি বৈশিষ্ট নিম্নরূপ- ১. কাণ্ড শক্ত কিন্তু দীর্ঘ ও মোটা নয়। ২. কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা-প্রশাখা বের হয়। ৩. এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না।