Question:জীবের চেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
Answer
জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু ও সূর্যের আলো প্রয়োজন।
Question:জীবের চেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু ও সূর্যের আলো প্রয়োজন।
Question:বৃক্ষ কাকে বলে?
যেসব উদ্ভদের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত হয় এবং শেকড় মাটির গভীরে যায় সেগুলোকে বক্ষ বলে।
Question:গুল্ম কাকে বলা হয়?
যে সকল গাছের কাণ্ড শক্ত কিন্তু শাখা-প্রশাখা ছোট ও চিকন তাদেরকে গুল্ম বলা হয়।
Question:বিরুৎ উদ্ভিদ কী?
যেসব উদ্ভিদের কাণ্ড বেশ নরম, আকারে ছোট এবং শেকড় মাটির গভীরে যায় না তাদের বিরুৎ উদ্ভিদ বলে।
Question:সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়।