1. Question:অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? 

    Answer
    যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়।






    1. Report
  2. Question:কাণ্ডের বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে কত ও কী কী ভাগে ভাগ করা যায়? 

    Answer
    কাণ্ডের বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. বীরুৎ ২. গুল্ম এবং ৩. বৃক্ষ।






    1. Report
  3. Question:একটি সপুষ্পক উদ্ভিদের নাম লেখ। 

    Answer
    ১টি সপুষ্পক উদ্ভিদ হলো: গোলাপ।






    1. Report
  4. Question:একটি অপুষ্পক উদ্ভিদের নাম লেখ। 

    Answer
    ১টি অপুষ্পক উদ্ভিদ হলো: মস।






    1. Report
  5. Question:অমেরুদন্ডী প্রাণী কাকে বলে? 

    Answer
    যেসব প্রাণীর মেরুদন্ড আছে তাদেরকে মেরুদন্ড প্রাণী বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd