Question:বাষ্প চালিত ইঞ্জিনে কোন শক্তি ব্যবহৃত হয়?
Answer
বাষ্প চালিত ইঞ্জিনে তাপশক্তি ব্যবহৃত হয়।
Question:বাষ্প চালিত ইঞ্জিনে কোন শক্তি ব্যবহৃত হয়?
বাষ্প চালিত ইঞ্জিনে তাপশক্তি ব্যবহৃত হয়।
Question:সৌর বিদ্যুৎ কাকে বলে?
সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে সৌর বিদ্যুৎ বলে।
Question:কোনো কিছু করার সামর্থ্যকে কী বলে? তাপের শক্তিশালী উৎস কোনটি? তিন ধলনের শক্তির ১টি করে ব্যবহার উল্লেখ কর।
কোন কিছু করার সামর্থ্যকে শক্তি বলে। সূর্য তাপের শক্তিশালী উৎস। তিন ধরনের শক্তির ১টি করে ব্যবহার হলো- ১. আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। ২. বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি চালাতে পারি। ৩. খাবার রান্নায় তাপশক্তি ব্যবহার করি।
Question:ঋতুর জ্বলন্ত মোমবাতির নিকট হাত নেওয়ায় গরম অনুভব করল। এতে কোন প্রকার শক্তি উৎপন্ন হলো? এ প্রকার শক্তির আরও দুটি উৎস ও দুটি ব্যবহার উল্লেখ কর।
তাপ শক্তি উৎপন্ন হলো। তাপশক্তির দুটি উৎস : ১. বিদ্যুৎ, ২. সূর্য। তাপশক্তির দুটি ব্যবহার- ১. খাবার রান্নায় ২. কাপড় শুকাতে।
Question:আলোর প্রধান উৎস কোনটি? আলোক শক্তির চারটি ব্যবহার লেখ।
আলোর প্রধান উৎস হলো সূর্য। আলোক শক্তির চারটি ব্যবহার হলো- ১. আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। ২. ঘর আলোকিত করতে আলোক শক্তি ব্যবহার করি। ৩. আলোক শক্তি ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। ৪. উদ্ভিদ জন্মাতেও আলোক শক্তির প্রয়োজন।