1. Question:আমাদের দৈনন্দিন জীবনে তাপশক্তির চারটি ব্যবহার লেখ। তাপ ও আলো সৃষ্টি করে এমন একটি উদাহরণ লেখ। 

    Answer
    দৈনন্দিন জীবনে তাপ শক্তির চারটি ব্যবহার হলো-
    ১. খাবার রান্না করতে।
    ২. কাপড় শুকাতে।
    ৩. নিজেদের গরম রাখতে।
    ৪. কাপড় ইস্ত্রি করতে।
    তাপ ও আলো সৃষ্টি করে এমন একটি উদাহরণ হলো-
    মোমবাতি






    1. Report
  2. Question:কোন শক্তি ব্যবহার করে ট্রেন ও জাহাজ চলে? শক্তির প্রধান চারটি কাজ লেখ। 

    Answer
    বাষ্পের শক্তি ব্যবহার করে ট্রেন ও জাহাজ চলে। শক্তির প্রধান চারটি কাজ হলো-
    ১. কোনো জিনিসের স্থান পরিবর্তন করা।
    ২. শব্দ সৃষ্টি করা।
    ৩. আলো সৃষ্টি করা।
    ৪. তাপ সৃষ্টি করা।






    1. Report
  3. Question:আলো প্রধান উৎস কী? সূর্যের আলোর ২টি ব্যবহার লেখ। আলো দেয় এমন আরও ২টি উৎসের নাম লেখ। 

    Answer
    সূর্য আলোক শক্তির প্রধান উৎস। সূর্যের আলো ২টি ব্যবহার হলো-
    ১. উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি  করে।
    ২. সূর্যের আলো ছাড়া ফসলী উদ্ভিদ ফলে না।
    আলো দেয় আরো ২টি উৎস হল-
    ১. আগুন
    ২. বৈদ্যুতিক বাতি।






    1. Report
  4. Question:তোমাদের বাড়িতে বিদ্যুৎ লাইন এসেছে। এই শক্তিকে তুমি যে সকল কাজে ব্যবহার করবে তার পাঁচটি কাজ উল্লেখ কর। 

    Answer
    বিদ্যুৎ শক্তিকে কে আমি নিম্নের ৫টি কাজে ব্যবহার করবো-
    ১. বৈদ্যুতিক বাতি জ্বালাতে।
    ২. ফ্যান চালাতে।
    ৩. টিভি চালাতে।
    ৪. কম্পিউটার চালাতে।
    ৫. মোবাইল চার্জ দিতে।






    1. Report
  5. Question:শক্তি কী? শক্তির ৪টি কাজ উল্লেখ কর। 

    Answer
    কোন কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তির ৪টি কাজ হলো-
    ১. কোন জিনিসের স্থান পরিবর্তন করা
    ২. শব্দ সৃষ্টি করা।
    ৩. আলো সৃষ্টি করা
    ৪. তাপ সৃষ্টি করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd