Question:তোমার গ্রামে জনসংখ্যা বেড়ে যাওয়ায় গাছপালা কেটে নতুন ঘরবাড়ি তৈরি করা হলো। এ তিনটি ক্ষতিকর দিক তুলে ধর। চাষের জমির ওপর এর দুটি ক্ষতিকর দিক তুলে ধর।
Answer
বাড়তি ঘরবাড়ি তৈরির তিনটি ক্ষতিকর দিক হলো- ১. গাছপালা ও পমুপাখি কমে যাবে। ২. যেখানে সেখানে আবর্জনা পঁচে মাটি দূষিত হবে ও দুর্গন্ধ ছড়াবে ও ৩. রোগ জীবাণুর সংখ্যা বেড়ে যাবে। চাষের জমির উপর এ দুটি ক্ষতিকর দিক হলো: ১. চাষের জমি কমে যাবে। ২. কৃষি উৎপাদন কমে যাবে।