Question:ছোট পরিবারের সুবিধা কী?
Answer
পরিবার ছোট হলে ছোট ঘরে ও সুন্দরভাবে বাস করা যায়।
Question:ছোট পরিবারের সুবিধা কী?
পরিবার ছোট হলে ছোট ঘরে ও সুন্দরভাবে বাস করা যায়।
Question:একটি পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে প্রধান কোন সমস্যা সৃষ্টি হবে?
একটি পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য ও বাসস্থানের প্রয়োজন বাড়বে।
Question:২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? জনসংখ্যা বৃদ্ধির পেলে হতে পারে এমন দুটি সমস্যার নাম লেখ। জনসংখ্যা বৃদ্ধি পেলে কোনটির প্রয়োজন বেড়ে যায় এবং এ প্রয়োজন মেটানোর জন্য মানুষ কী ধ্বংস করে?
২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি। জনসংখ্যা বৃদ্ধি পেলে যে দুটি প্রধান সমস্যা হতে পারে তা হলো- ১. খাদ্য সমস্যা। ২. বসবাসের জায়গার সমস্যা। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। এ প্রয়োজনে মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে।
Question:মানুষ প্রাকৃতিক পরিবেশ হতে কী আহরণ করে? দুটি প্রাকৃতিক সম্পদের নাম লেখ। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় দুটি জিনিসের নাম লেখ।
মানুষ প্রাকৃতিক পরিবেশ হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করে। দুটি প্রাকৃতিক সম্পদের নাম নিম্নরূপ- ১. উদ্ভিদ। ২. প্রানী। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় দুটি জিনিস হলো- ১. খাদ্য। ২. পানি।
Question:তোমার পরিবারে লোকসংখ্যা চারজন। তোমার বন্ধুর পরিবারে নয়জন। তোমার বন্ধুর পরিবারের ৩টি সমস্যা তুলে ধর। এ সমস্যা সমাধানের ২টি উপায় লেখ।
পরিবারের লোকসংখ্যা বাড়ার ৩টি সমস্যা নিম্নরূপ: ১. বসবাসের জায়গা যেমন- বসা, ঘুমানো, মলমূত্র ত্যাগ ইত্যাদির সমস্যা হবে। ২. বাড়তি খাবার, থালবাটি, আসবাবপত্র, বিছানা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। ৩. পড়াশোনা, চিকিৎসা, কাপড়-চোপড় ইত্যাদির জন্য খরচ বাড়বে। এ সমস্যা সমাধানের ২টি উপায় হলো- ১. পরিকল্পিত ছোট পরিবার গঠন। ২. প্রত্যেক নাগরিকের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা।