1. Question:সুন্দর জীবনযাপনের জন্য তথ্য কেন এত গুরুত্বপূর্ণ তা পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমাদরে প্রতিদিনের জীবনযাপনের জন্য তথ্য প্রয়োজন। এসব তথ্যের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। যদি আবহাওয়া খারাপ থাকে তা আমরা টেলিভিশন বা রেডিওতে জানতে পারি। খবরের কাগজ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। তাই সুন্দর জীবনযাপনের জন্য তথ্য গুরুত্বপূর্ণ।






    1. Report
  2. Question:মাহির বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়েন। তিনি এটি পড়ে কী পেতে পারেন? এটি পাবার চারটি মাধ্যমের নাম লিখ। 

    Answer
    তিনি সংবাদপত্র পড়ে বিভিন্ন ধলনের তথ্য পেয়ে থাকেন।
    তথ্য পাওয়ার চারটি মাধ্যম হলো: ১. রেডিও, ২. টেলিভিশন, ৩. সংবাদপত্র, ৪. ইন্টারনেট।






    1. Report
  3. Question:যোগাযোগ কী? পাঠ্যপোস্তক থেকে আমরা কী পাই? তথ্য আদান-প্রদানের তিনটি প্রযুক্তির উদাহরণ দাও। 

    Answer
    তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। পাঠ্যপুস্তক থেকে আমরা বিজ্ঞান ও বিভিন্ন বিষয়ের তথ্য পাই। তথ্য আদান-প্রদানের তিনটি প্রযুক্তি হলো:
    ১. চিঠিপত্রের আদান-প্রদান।
    ২. কথা বলার জন্য টেলিফোন বা মোবাইল ফোন।
    ৩. ই-মেইলে তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট।






    1. Report
  4. Question:জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কী হবে? 

    Answer
    জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হবো। যেমন- খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। পানি, বায়ু ও মাটি দূষিত হবে। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যাবে।






    1. Report
  5. Question:প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম লেখ। 

    Answer
    প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম হলো-
    ১. উদ্ভিদ; ২. প্রাণী; ৩. মাটি; ৪; পানি এবং ৫. বায়ু।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd