1. Question:৭. পেয়াজের কোষ পরীক্ষা করলে দেখা যায় কোষের মধ্যে একটি বড় ফাকা জায়গা রয়েছে। এ ফাকা জায়গাতে যে রস থাকে তাকে কোষ রস বলে। ক. উদ্দীপকের ফাকা জায়গাটির নাম কি? খ. মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? গ. উদ্দীপকের ফাকা জায়গাটি যে কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঐ কোষের চিহিৃত চিত্র অঙ্কন কর। ঘ. কোষের প্রাণকেন্দ্র কোনটি? কেন একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়? 

    Answer
    ক. উদ্দীপকের ফাকা জায়গাটির নাম হলো কোষগহব্বর।
    
    খ. মাইটোকন্ডিয়াতে ক্রেবস চক্র, ফ্যাটি এসিড চক্র, ইলেক্টন ট্রান্সপোর্ট প্রক্রিয়া 
    
        প্রভৃতি ঘটে থাকে। এসব বিক্রিয়ার সংঘটনের কারণে কোষের জৈবিক কাজ 
    
        সম্পাদনের সকল শক্তি এখানে উৎপন্ন হয়। এ জন্য মাইটোকন্ডিয়াকে কোষের 
    
        শক্তিঘর বলা হয়।
    
     গ. উদ্ভিদ কোষের চিহিৃত চিত্র অঙ্কন করতে হবে।
    
     ঘ. ‍নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। কেননা নিউক্লিয়াস ছাড়া কোষ বেচে 
    
        থাকতে পারে না। এছাড়া নিউক্লিয়াস কোষের সকল প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ
    
       করে। এ কারণে নিউক্লিয়াসকে কোষের নিন্ত্রয়ক বলা হয়। নিউক্লিয়াস অবস্থিত 
    
       ক্রোমোসোম অসংখ্য জিন থাকে, যারা জীবের বংশগতির ধারক ও বাহক হিসেবে
    
       কাজ করে। জীবের নতুন প্রজাতি সৃষ্টিতে এদের যথেষ্ট ভৃমিকা রয়েছে।
    
      ক্রোমোসোম কোষের বৃদ্ধি বা যেকোন ক্রিয়া-বিক্রিয়াও নিয়ন্ত্রণ করে থাকে।
    
      সুতরাং কোষে নিউক্লিয়াস না থাকলে জীবের অস্তিত থাকত না, জীব হারাত
    
     তার বৈশিষ্ট্য এমনকি পৃথিবীতে নতুন কোনো জীবের জন্মও হতো না।






    1. Report
  2. Question:৬. ক. বিটপ কী? খ. A ও B অংশের কাজ লেখ। গ. A-অংশটি একে চিহিৃত কর। ঘ. মানব জীবনে উদ্ভিদের A ও B অংশের গুরুত্ব বিশ্লেষণ কর। 

    Answer
    ক. উদ্ভিদের  যে অংশগুলো মাটির উপরের থাকে তাদের একত্রে বিটপ বলা হয়।
    
     খ. A হলো পাতা B হলো কান্ড।
    
        পাতার কাজ:
    
         i. খাদ্য তৈরি করা।
    
         ii. গ্যাসের আদান প্রদান করা।
    
        কান্ডের কাজ:
    
          i. কান্ড পাতা ও শাখা-প্রশাখার ভার বহন করে।
    
          ii. পাতায় প্রস্তুতকৃত খাদ্যে কান্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে।
    
    
      ঘ. উদ্ভিদের জন্য A ও B অংশের অর্থাৎ পাতা ও কান্ডের গুরুত্ব অপরিসীম। পাতা হলো 
    
          সালোকসংশ্লেষণ সংগঠনের স্থান। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করা হয় 
    
          তার ওপর সমস্ত উদ্ভিদ ও প্রাণীকূল নির্ভরশীল। এছাড়া পাতার মাধ্যমে বায়ুমন্ডল ও
    
           উদ্ভিদে CO2 ও O2 এর আদান প্রদান ঘটে। ফলে বায়ুতে এগুলোর ভারসাম্য বজায় 
    
           থাকে। এ ছাড়া পাতার মাধ্যমে গাছ প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয় বাস্প বের করে দেয় 
    
           ফলে বায়ুমন্ডলের আর্দ্রতা বজায় থাকে। কান্ড বিভিন্ন রকমের হয়। তবে মানব জীবনের
    
           জন্য বিশেষ গুরুত্বপৃর্ন হলো বীরুৎ জাতীয় উদ্ভিদের নরম কান্ড। যেমন আলু,
    
          আদা, প্রভৃতি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। খেজুর ও আখের কান্ড হতে পাওয়া রস 
    
          উপাদেয় পানীয়। বড় বড় কান্ড থেকে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি।
    
          পাট বা শনের কান্ড থেকে প্রাপ্ত অাশ দিয়ে দড়ি, ছালা কাপড় ইত্যাদি তৈরি হয়।
    
          উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, মানব জীবনে উদ্ভিদের A অংশটি অর্থাৎ ‍পাতা 
    
          এবং B অংশটি অর্থাৎ কান্ড গুরুত্বপৃর্ণ ভৃমিকা পালন করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd