হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখিত ব্যয়গুলি কর:

    A
    ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপর খরচ

    B
    ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও প্রত্যক্ষ খরচ

    C
    তৈরি পণের উৎপাদন ব্যয়

    D
    কালীন ব্যয় ও উৎপাদন ব্যয়

    E
    এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পণ্যের বিশিস্টতার উপর নির্ভর করে।

    Note: উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখতে হয় যে ব্যয়গুলো তা হল- ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি খরচ।
    1. Report
  2. Question: যদি প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা, সারা বৎসরের ক্রয় ৩০০,০০০ টাকা, অন্তমুর্খী পরিবহণ খরচ ৬,০০০ টাকা, বহিমুর্খী ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৬,০০০ টাকা, বহির্মুখী ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা, সরবরাহের সমাপনী সমাপনী মজুদ ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয় তবে বিক্রীত পণ্যের খরচ হবে-

    A
    ২৯৮,০০০ টাকা

    B
    ৩১৮,০০০ টাকা

    C
    ৩১৩,০০০ টাকা

    D
    ৩০৮,০০০ টাকা

    E
    ২৯৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল, তাদেরকে বলা হয়-

    A
    পরিবর্তনশীল ব্যয়

    B
    স্থির/স্থায়ী ব্যয়

    C
    কাঁচামাল বয়

    D
    উৎপাদন ব্যয়

    E
    একক ব্যয়

    Note: Not available
    1. Report
  4. Question: সংগবার্ড কোম্পানির বিক্রয় টাকা ১,৫০,০০০ এবং বিক্রয়যোগ্য পণ্যের ক্রয়মূল্য টাকা ১,৩৫,০০০ টাকা। যদি মোট মুনাফার হার ৩০%, তবে সমাপ্তি মজুদ পণ্যের পরিমান কত?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৪৫,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: দেয়া আছে, বিক্রয় ১,৫০,০০০ টাকা ও মোট মুনাফার হার ৩০% সুতরাং মোট মুনাফা=(১,৫০,০০০x৩০%)=৪৫,০০০ টাকা। প্রশ্নটির প্রদত্ত তথ্যের ভিত্তিতে, সমাপনী মজুদ পন্যের পরিমাণ=বিক্রয়যোগ্য পন্যের মূল্য+মুনাফা-বিক্রয় =(১,৩৫০০০+৪৫,০০০-১,৫০,০০০) =(১,৮০,০০০-১,৫০,০০০) =৩০,০০০ টাকা।
    1. Report
  5. Question: ১০ ইউনিট এর উৎপাদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফার আশা করে তা হলে প্রতি ইউনিট এর বিক্রয়মূল্য কত হবে?

    A
    ২৫ টাকা

    B
    ৩০ টাকা

    C
    ১৫ টাকা

    D
    ২৬.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নের কোন দফাটি উৎপাদন উপরিখরচের অন্তর্ভুক্ত নয়?

    A
    বিক্রয় ব্যবস্থাপকের বেতন

    B
    কারখানার ব্যবস্থাপকের বেতন

    C
    কারখানা মেরামতকারী মজুরী

    D
    দ্রব্য পরিদর্শকের বেতন

    Note: Not available
    1. Report
  7. Question: একটি জব সম্পাদন করতে নিম্নের ব্যয়গুলি সংগঠিত হয়। প্রত্যক্ষ কাঁচামাল টাকা ৫০,০০০ প্রত্যক্ষ মজুরী টাকা ৪০,০০০; প্রত্যক্ষ খরচ টাকা ৩০,০০০ এবং কারখানা উপরিখরচ ৩০,০০০ টাকা। জব সম্পাদনের মূখ্য ব্যয় কত?

    A
    ৯০,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ৭০,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    Note: আমরা জানি যে, মূখ্য ব্যয় নির্ণয়ের সূত্রটি হলো-মূখ্য ব্যয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ শ্রম/মজুরী+ প্রত্যক্ষ খরচ সুতরাং উক্ত জব সম্পাদনের জন্য মূখ্য ব্যয় হবে =(৫০,০০০+৪০,০০০+৩০,০০০) =১,২০,০০০ টাকা
    1. Report
  8. Question: বাংলাদেশ লিঃ ২০০৬ সালে টাকা ৫,০০,০০০ বিক্রয় করে। কোম্পানি বিক্রয়ের উপর শতকরা ২০ টাকা হারে মুনাফার্জন করে। ২০০৬ সাল কোম্পানীর বিক্রয়ের উৎপাদন ব্যয় কত?

    A
    ১০,০০,০০০ টাকা

    B
    ৪,০০,০০০ টাকা

    C
    ১৬,৬৬,৬৬৭ টাকা

    D
    ৬,০০,০০০ টাকা

    Note: বিক্রয়ের উপর শতকরা ২০ টাকা হারে মুনাফা হলে- মোট মুনাফা =(৫,০০,০০০x২০%) টাকা =১,০০,০০০ টাকা আমরা জানি যে, বিক্রীত পণ্যের ব্যয=বিক্রয়-মুনাফা অতএব, বিক্রীত পণ্যের ব্যয়= (৫,০০,০০০-১,০০,০০০) টাকা = ৪,০০,০০০ টাকা
    1. Report
  9. Question: উৎপাদনকারী বিক্রিত দ্রব্যের ব্যয় সমান উৎপাদতি দ্রব্যের বয় যোগ-

    A
    প্রারম্ভিক প্রক্রিয়াধীন মজুত বাদ সমাপনী প্রক্রিয়াধীন মজুত

    B
    সমাপনী প্রক্রিয়াধীন মজুত বাদ প্রারম্ভিক প্রক্রিয়াধীন মজুত

    C
    প্রারম্ভিক সম্পন্ন দ্রব্যের মজুত বাদ সমাপনী সম্পন্ন দ্রব্যের মুজত

    D
    সমাপনী সম্পন্ন দ্রব্যেল মজুত বাদ প্রারম্ভিক সম্পন্ন দ্রব্যের মজুত

    Note: উৎপাদন ব্যয় বিবরণী অনুযায়ী, উৎপাদনকারীর বিক্রীত দ্রব্যের ব্যায়ের সাথে প্রারম্ভিক সম্পন্ন দ্রব্যের মজুদ যোগ এবং সমাপনী সম্পন্ন দ্রব্যের মজুদ বিয়োগ করতে হবে।
    1. Report
  10. Question: যদি বিক্রয় রাজস্ব ৪০০,০০০ টাকা, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় ২৫০,০০০ টাকা এবং কার্যকর ব্যয় ৬০,০০০ টাকা হয় তবে মোট মনুাফা কত?

    A
    টাকা ৯০,০০০

    B
    টাকা ১৫০,০০০

    C
    টাকা ৩৪০,০০০

    D
    টাকা ৪০০,০০০

    Note: উৎপাদন ব্যয় বিবরণী অনুসারে, বিক্রয় রাজস্ব হতে বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা নির্ণয় করা হয়। অতএব, মুনাফা (৪,০০,০০০-২,৫০,০০০) =১,৫০,০০০ টাকা
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd