হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বিক্রীত পণ্যের ক্রয়মূল্য নির্ধারণে-

    A
    নীট ক্রয়ের সাথে আনায়নব্যয় যোগ করা হয়

    B
    নীট ক্রয়ের সাথে বিতরণ ব্যয় যোগ করা হয়

    C
    নীট ক্রয় থেকে ক্রয় ফেরৎ ও ভাতা বাদ দেয়া হয়

    D
    নীট ক্রয় থেকে ক্রয় বাট্টা বাদ দেয়া হয়

    Note: বিক্রীতপণ্যের ক্রয়মূল্য নির্ধারণে নীট ক্রয়ের সাথে পণ্য আনয়ন ব্যয় যোগ করা হয়।
    1. Report
  2. Question: একটি ব্যবসায়ের হিসাবকালে নিম্নোক্ত তথ্যাবলী হতে ‘বিক্রীত পণ্যের ব্যয়’ এর পরিমাণ কত হবে? বিক্রয় ৭৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, নীট ক্রয় ৩৫,০০০ টাকা, খরচ ৩০,০০০ টাকা, নীট আয় ১০,০০০ টাকা।

    A
    ৬৫,০০০ টাকা

    B
    ৪৫,০০০ টাকা

    C
    ৩৫,০০০ টাকা

    D
    ৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: লাভসহ বিক্রয় এর সমপরিমাণ হলো-

    A
    বিক্রিত পণ্যের ব্যয়-মোট মুনাফা

    B
    বিক্রিত পণ্যের ব্যয়+মোট মুনাফা

    C
    মোট মুনাফা-বিক্রিত পণ্যের ব্যয়

    D
    মোট মুনাফা+নীট ‍মুনাফা

    Note: বিক্রীত পণ্যের ব্যয়ের সাথে প্রত্যাশিত/মোট মুনাফা যোগ করা হলেই লাভসহ বিক্রয়র সমপরিমাণের সমান হয়।
    1. Report
  4. Question: কোন ধরনের মজুদে মজুরী খরচ অন্তর্ভুক্ত বলে মনে করা হয়?

    A
    সম্পূর্ণ প্রক্রিয়াজাত পণ্য

    B
    কাঁচামাল মজুদ

    C
    প্রক্রিয়াজাত পণ্যের মজুদ

    D
    ক ও গ তে

    Note: উৎপাদন ব্যয় হিসাবের সম্পুর্ণ প্রক্রিয়াজাত পণ্যের মজুদে মজুরী খরচ অন্তর্ভুক্ত থাকে।
    1. Report
  5. Question: বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ১,৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা; কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির১০%, প্রশাসনিক খরচ বিক্রয়ের ৫% এবং বিক্রয় খরচ ১০% হলে মোট ব্যয় কত?

    A
    ২,০০,০০০ টাকা

    B
    ২,৩০,০০০ টাকা

    C
    ২,৫০,০০০ টাকা

    D
    ২,৮০,০০০ টাকা

    Note: এখানে মোট ব্যয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরি+কারখানা খরচ+প্রশাসনিক খরচ+বিক্রয় খরচ = ১,৫০,০০০+৫০,০০০+(৫,০,০০০x১৫%)+(৫,০০,০০০x৫%)+(৫,০০,০০০x১০%) =(১,৫০,০০০+৫০,০০০+৫,০০০+২৫,০০০+৫০০০০) ২,৮০,০০০ টাকা
    1. Report
  6. Question: কোন পর্যায়ে একটি পণ্যের একক প্রতি ব্যয় হ্রাস পায়?

    A
    সূচনা স্তরে

    B
    প্রবৃদ্ধি স্তরে

    C
    পূর্ণতা স্তরে

    D
    পতন স্তরে

    Note: একটি পণ্যের জীবন কালের প্রবৃদ্ধি স্তরে এর একক প্রতি ব্যয় হ্রাস পায়। কারণ এ স্তরে মোট উৎপাদন বৃদ্ধি পায়।
    1. Report
  7. Question: একটি পণ্যের কাঁচামালের ব্যয় ১০০ টাকা এবং মজুরি ৪০ টাকা। কারখানা উপরিখরচ কাঁচামাল এবং মজুরির ২৫% , বিক্রয় ও প্রশাসনিক উপরিখরচ উৎপাদন খরচের ১০%। যদি বিক্রয়মূল্য ২০০ টাকা হয় তাহলে লাভ বা ক্ষতির পরিমান কত?

    A
    লাভ ১৫.০০ টাকা

    B
    ক্ষতি ১৫.০০ টাকা

    C
    লাভ ৭.৫০ টাকা

    D
    ক্ষতি ২২.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: ২০১০ সালে মল্লিক কোং এর বিক্রয় ৩,৭৬০০০ টাকা, মোট লাভ ১,৭৬০০০ টাকা, পরিচালণ ব্যয় ৬৬,০০০ টাকা, নগদ লভ্যাংশ প্রদান ৩০,০০০ টাকা এবং অন্যান্য খরচ ২০,০০০ টাকা। করের হার ৩০% হলে আয়করের পরিমাণ কত?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ৫২,৮০০ টাকা

    C
    ১,১২,৮০০ টাকা

    D
    ২৭,০০০ টাকা

    Note: এখানে, আয়করের পরিমাণ =(মোট লাভ-পরিচালন ব্যয-অন্যান্য খরচ)x৩০% =(১৭৬,০০০০-৬৬,০০০-২০,০০০)x৩০% =৯০,০০০x৩০%=২৭,০০০ টাকা [এখানে, নগদ লভ্যাংশ প্রদান প্রভাবিত হবে না কারণ, আয়কর হিসাবের পরবর্তী লাভের উপর লভ্যাংশ প্রদান করা।]
    1. Report
  9. Question: মনে কর, নাভানা লিঃ এর প্রারম্ভিক মজুদ ৮,০০০ টাকা, ক্রয় ৫,০০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় পরিবহন ৩,০০০ টাকা, ক্রয় বাট্টা ৫,০০০ টাকা, সমাপনি মজুদ পণ্য ৭০,০০০ টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত?

    A
    ৫,১৬,০০০ টাকা

    B
    ৫,১৯,০০০ টাকা

    C
    ৫,২১,০০০ টাকা

    D
    ৫,২৪,০০০ টাকা

    Note: এখানে, নাভানা লি: এর বিক্রীতপণ্যের ব্যয়=প্রারম্ভিক মজুদ+ক্রয়+ক্রয় পরিবহন-ক্রয় ফেরত-ক্রয় বাট্টা-সমাপনি মজুদপণ্য=৮০,০০০+৫,০০,০০০+১৬,০০০-৫০০০-৭০০০=৫,১৬,০০০ টাকা।
    1. Report
  10. Question: ১০ ইউনিট এর উপাৎদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা আশা করে, তাহলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত হবে?

    A
    ২৫ টাকা

    B
    ৩০ টাকা

    C
    ২৫.৫০ টাকা

    D
    ২৭ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd