হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: মোট ব্যয়ের সঙ্গে কোনটি যোগ করলে বিক্রয়মূল্য পাওয়া যায়?

    A
    প্রশাসনিক খরচ

    B
    বিক্রয় খরচ

    C
    প্যাকেজিং ও পরিবহণ খরচ

    D
    মুনাফা

    Note: Not available
    1. Report
  2. Question: মুখ্যব্যয় কোনটি?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল+পরোক্ষ শ্রম+প্রত্যক্ষ খরচ

    B
    প্রত্যক্ষ কাঁচমাল+প্রত্যক্ষ শ্রম+প্রত্যক্ষ খরচ

    C
    প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ শ্রম+অন্যান্য পরোক্ষ খরচ

    D
    কোনটিই সত্য নয়

    Note: পণ্য দ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত প্রত্যক্ষ খরচসমূহের সমন্বয়ের মাধ্যমে মূখ্য ব্যয় নির্ধারণ করা হয়। অর্থাৎ মূখ্য ব্যয় হল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ও প্রত্যক্ষ খরচের বিয়োগফল
    1. Report
  3. Question: মোট ক্রয় ৪,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৬,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয়ের উপর মুনাফা ২৫%, বিক্রয় ১১,২৫০ সমাপনী মজুদ কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১,০০০ টাকা

    C
    ২,০০০ টাকা

    D
    ২,৩২৫ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: মজুত পণ্য হিসাবের ক্ষেত্রে প্রতিটি বিক্রয়ের সময় যে পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে দেখানো হয় তাকে বলা হয়-

    A
    পণ্যমজুদ হিসাব পদ্ধতি

    B
    পারপিচুয়াল মজুদ পদ্ধতি

    C
    সময়ান্তিক মজুদ পদ্ধতি

    D
    প্রধান মজুদ পদ্ধতি

    Note: মজুদ পণ্য হিসাবের ক্ষেত্রে প্রতিটি বিক্ররে সময় যে পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে মজুদ পণ্যকে দেখানো হয় তাকে বলা হয়-পারপিচ্যুয়াল পদ্ধতি।
    1. Report
  5. Question: আসবাবপত্র তৈরীতে ব্যবহৃত প্রেরক ও মসৃণকারী বালু কাগজ বাবদ খরচ কোন ধরনের খরচ হিসাবে গণ্য হয়?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল

    B
    বিক্রয় খরচ

    C
    পরোক্ষ কাঁচামাল

    D
    মূখ্য ব্যয়

    Note: আসবাবপত্র তৈরিতে একমাত্র কাঠাইহলো প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু আসবাবপত্র তৈরিতে সহায়ক হিসেবে পেরেক ও মসৃণকারী বালু কাগজ ব্যবহৃত হয় যা পরোক্ষ কাাঁচামাল হিসাবে গণ্য হয়।
    1. Report
  6. Question: উৎপাদন বৃদ্ধি করলে যে ব্যয় একক প্রতি পরবর্তনশীল ও মোট পরিমাণ পরিবর্তন হয় না তাকে বলা হয়-

    A
    পরিবর্তনশীল ব্যয়

    B
    স্থায়ী ব্যয়

    C
    আধা পরিবর্তনশীল ব্যয়

    D
    আধা স্থায়ী ব্যয়

    Note: প্রশ্নটিতে উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে আন্তঃপরিবহণ বা ক্রয় পরিবহণ ছাড়া সবকটিই রূপান্তর খরচের অন্তর্গত।
    1. Report
  7. Question: কোন ব্যয়টি রূপান্তর খরচের অংশ নয়?

    A
    মজুরী

    B
    কারখানার বিদ্যুৎ ব্যয়

    C
    যন্ত্রপাতির খরচ

    D
    আন্তপরিবহণ

    Note: প্রশ্নটিতে উত্তরের জন্য প্রদত্ত অপশনগুলোর মধ্যে আন্তঃপরিবহণ বা ক্রয় পরিবহণ ছাড়া সবকটিই রূপান্তর খরচের অন্তর্গত।
    1. Report
  8. Question: উৎপাদন ব্যয় হিসাবের দুটি মূখ্য উদ্দেশ্য হল:

    A
    ব্যয় ও তথ্য লিপিবদ্ধকরণ ও ব্যয় নির্ণয়

    B
    ব্যয় নির্ণয় ও বিক্রয়মূল্য নির্ণয়

    C
    ব্যয় নির্ণয় ও মুনাফা নির্ণয়

    D
    ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণ

    Note: উৎপাদন ব্যয় হিসাবের মূখ্য উদ্দেশ্য দু’টি হল (১) ব্যয়-িনর্ণয় ও (২) ব্যয় নিয়ন্ত্রণ করা ।
    1. Report
  9. Question: প্রত্যক্ষ কাঁচামাল ১,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ৭০০ টাকা, কারখানার উপরি খরচ ৫০০ টাকা, নকসা তৈরি খরচ ৩০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২০০ টাকা হলে মূখ্য ব্যয় ও রূপান্তর ব্যয় কত টাকা?

    A
    ২,০০০ ও ১,২০০ টাকা

    B
    ১,৭০০ ও ১,২০০ টাকা

    C
    ২,০০০ ও ১,০০০ টাকা

    D
    ২,৫০০ ও ১,০০০ টাকা

    Note: উৎপাদন ব্যয় বিবরণী অনুসারে, মূখ্য ব্যয়=প্রত্যক্ষ কাাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল+প্রত্যক্ষ খরচ =১,০০০+৭০০ =১,৭০০ এবং রূপান্তর ব্যয়=প্রত্যক্ষ মজুরী+অন্যান্য প্রত্যক্ষ খরচ (যদি তাকে)+উৎপাদন উপরিব্যয়/কারখানা উপরিব্যয় =৭০০+০০০+৫০০=১২০০ টাকা
    1. Report
  10. Question: উৎপাদন ব্যয় বিবরণীতে সাধারণ কোনটি অন্তর্ভুক্ত হয় না?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল

    B
    প্রত্যক্ষ শ্রম

    C
    আরোপিত উপরি ব্যয়

    D
    প্রকৃত উপরি ব্যয়

    Note: প্রশ্নটিতে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে আরেপিত উপরিব্যয় উৎপাদন ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd