1. Question:বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো কী? 

    Answer
    বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো হলো- ১.খাদ্য, ২.পোশাক, ৩.বাসস্থান, ৪.শিক্ষা, ৫.চিকিৎসা ও ৬.নিরাপত্তা।






    1. Report
  2. Question:স্বাস্থ্যসেবায় তোমার অধিকারের একটি উদাহরণ দাও। 

    Answer
    অসুস্থ হলে চিকিৎসা সেবা পাওয়া আমার একটি অধিকার।






    1. Report
  3. Question:কখন বিশ্ব শিশু দিবস পালিত হয়? 

    Answer
    প্রতবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয়।






    1. Report
  4. Question:কাদের প্রতি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে? 

    Answer
    পরিবারে যাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করব তারা হলেন মা-বাবা। এছাড়া অন্যদের কাজে সাহায্য করব। পরিবারে কারো অসুখ হলে তাদের সেবাযত্ন করব। বড় ভাই-বোনকে সম্মান করব এবং ছোটদের স্নেহ ও আদর করব।






    1. Report
  5. Question:ছেলে ও মেয়ের সমান অধিকার- একটি উদাহরণসহ বুঝিয়ে দাও। 

    Answer
    একটি ছেলে বা একটি মেয়ের শরীরিক দিক থেকে পার্থক্য থাকলেও অধিকারের দিক কোনো পার্থক্য নেই।  পরিবার বা রাষ্ট্রের কাছে একজন ছেলের যে অধিকার রয়েছে তেমনি একজন মেয়েরও সে অধিকার রয়েছে। খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার সমান অধিকার ছেলে ও মেয়ের রয়েছে। আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়কে সমান অধিকার দেওয়া হয় না। যেমন- ছেলে সন্তানকে বাবা-মা বিদ্যালয়ে পড়তে দেন অথচ মেয়ে সন্তানকে ঘরের বিভিন্ন কাজ করতে দেন। কিন্তু বিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে ছেলে ও মেয়ের সমান অধিকার রয়েছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd