Question:আমাদের দুটি মৌলিক অধিকারের নাম লেখ।
Answer
আমাদের দুটি মৌলিক অধিকার হচ্ছে- ১.খাদ্যের অধিকার, ২. বাসস্থানের অধিকার।
Question:আমাদের দুটি মৌলিক অধিকারের নাম লেখ।
আমাদের দুটি মৌলিক অধিকার হচ্ছে- ১.খাদ্যের অধিকার, ২. বাসস্থানের অধিকার।
Question:শিশুর দুটি বিশেষ অধিকারের নাম লেখ।
শিশু দুটি বিশেষ অধিকারের নাম হচ্ছে- ১. শিক্ষা লাভের অধিকার, ২. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার।
Question:শিশু দিবস কবে?
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়।
Question:শিশুর অধিকারগুলো পূরণ করা দায়িত্ব কার?
পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুর অধিকারগুলো পূরণ করা।
Question:কখন শিশুরা তাদের অধিকারগুলেঅ ভোগ করতে পারবে?
যখন শিশুরা তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে তখনই তারা তাদের অধিকারগুলো ভোগ করতে পারবে।