Question:কখন বিশ্ব শিশু দিবস পালিত হয়?
Answer
প্রতবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয়।
Question:কখন বিশ্ব শিশু দিবস পালিত হয়?
প্রতবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয়।
Question:কাদের প্রতি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে?
পরিবারে যাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করব তারা হলেন মা-বাবা। এছাড়া অন্যদের কাজে সাহায্য করব। পরিবারে কারো অসুখ হলে তাদের সেবাযত্ন করব। বড় ভাই-বোনকে সম্মান করব এবং ছোটদের স্নেহ ও আদর করব।
Question:ছেলে ও মেয়ের সমান অধিকার- একটি উদাহরণসহ বুঝিয়ে দাও।
একটি ছেলে বা একটি মেয়ের শরীরিক দিক থেকে পার্থক্য থাকলেও অধিকারের দিক কোনো পার্থক্য নেই। পরিবার বা রাষ্ট্রের কাছে একজন ছেলের যে অধিকার রয়েছে তেমনি একজন মেয়েরও সে অধিকার রয়েছে। খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার সমান অধিকার ছেলে ও মেয়ের রয়েছে। আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়কে সমান অধিকার দেওয়া হয় না। যেমন- ছেলে সন্তানকে বাবা-মা বিদ্যালয়ে পড়তে দেন অথচ মেয়ে সন্তানকে ঘরের বিভিন্ন কাজ করতে দেন। কিন্তু বিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে ছেলে ও মেয়ের সমান অধিকার রয়েছে।
Question:অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য কী?
অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য- অধিকার : ১. সকলের একটি নাম পাওয়া অধিকার। ২. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। ৩. খেলাধুলা, বিনোদন ও শিক্ষা লাভের অধিকার। ৪. জন্ম নিবন্ধনের অধিকার। দায়িত্ব : ১. পরিবারের নিয়ম কানুন মেনে চলা আমাদের দায়িত্ব। ২. মা-বাবা এবং বড়দের শ্রদ্ধা করা। ৩. পরিবারের কেউ অসুস্থ হলে সেবাযত্ন করা। ৪. মা-বাবা ও পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করা।
Question:মৌলিক অধিকার কী?
জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা জন্য দরকার খাদ্য, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। এগুলোকে পাওয়ার সুযোগই হলো মৌলিক অধিকার।