Question:বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
Answer
বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত।
Question:বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত।
Question:আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ রয়েছে?
আমাদের জাতীয় পাতাকায় দুটি রঙ রয়েছে।
Question:বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ৬।
Question:পৃথিবীর চারভাগের তিন ভাগ জল আর একভাগ স্থল। এর এক এক বিশাল জল ভাগকে কী বলা হয়? আমরা কোথায় বসবাস করি? মানচিত্রে এশিয়া ও আফ্রিকার চারপাশে যে তিনটি মহাসাগর রয়েছে সেগুলোর নাম লেখ।
পৃথিবীর এক একটি জলভাগকে মহাসাগর বলে। আমরা পৃথিবীতে বসবাস করি। মানচিত্রে এশিয়া ও আফ্রিকা মহাদেশের চারপাশের তিনটি মহাসাগর হলো- ১. ভরত মহাসাগর, ২. আটলান্টিক মহাসাগর, ৩. আর্কটিক মহাসাগর।
Question:পৃথিবী দেখতে কোন আকৃতির? পৃথিবীর উপরিভাগ প্রধানত কোন দুটি উপাদান নিয়ে গঠিত? স্থলভাগ গঠিত হয়েছে এমন ৪টি উপাদানের নাম লেখ।
পৃথিবী ধেখতে গোলাকার। পৃথিবীর উপরিভাগ গঠিত হয়েছে স্থলভাগ ও জলভাগ নিয়ে। স্থলভাগের চারটিউপাদান হলো- সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি।