1. Question:পৃথিবী দেখতে কোন আকৃতির? পৃথিবীর উপরিভাগ প্রধানত কোন দুটি উপাদান নিয়ে গঠিত? স্থলভাগ গঠিত হয়েছে এমন ৪টি উপাদানের নাম লেখ। 

    Answer
    পৃথিবী দেখতে গোলাকার। পৃথিবীর উপরিভাগ গঠিত হয়েছে স্থলভাগ ও জলভাগ নিয়ে। স্থলভাগের চারটিউপাদান হলো- সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি।






    1. Report
  2. Question:বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এ পতাকার কয়টি রঙ আছে? পতাকা উত্তোলনের সময়ের দুটি নিয়ম লেখ। 

    Answer
    বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতঃ ১০ঃ৬। এ পতাকার দুটি রঙ আছে। জাতীয় পতাকা উত্তোলনের সময়ের দুটি নিয়ম হলো- ১. জাতীয় সংগীত গাইতে হয়; ২. উঠে দাঁড়াতে হয়।






    1. Report
  3. Question:পৃথিবীর মহাসগরের নাম লেখ। 

    Answer
    পৃথিবীর মহাসাগরের নাম-
    ১. প্রশান্ত মহাসাগর
    ২. আটলান্টিক মহাসাগর
    ৩. ভারত মহাসাগর
    ৪. আর্কটিক মহাসাগর
    ৫. দক্ষিণ মহাসাগর






    1. Report
  4. Question:এশিয়ার উত্তর কোন মহাসাগর? 

    Answer
    এশিয়ার উত্তর আর্কটিক মহাসাগর।






    1. Report
  5. Question:এশিয়ার দক্ষিণে কোন মহাসাগর? 

    Answer
    এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd