1. Question:বিজয় দিবস কবে পালিত হয়? 

    Answer
    ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পালিত হয়।






    1. Report
  2. Question:কোথায় জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে? 

    Answer
    সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।






    1. Report
  3. Question:বাঙালিদের প্রধান সামাজিক উৎসবের নাম কী? 

    Answer
    বাঙালিদের প্রধান সামাজিক উৎসব হলো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ।






    1. Report
  4. Question:১৬ই ডিসেম্বর আমরা কোন দিবস হিসেবে পালন করি? এ দিন কী ঘটেছিল এবং এখন আমরা কী করি তা ৪টি বাক্যে লেখ। 

    Answer
    ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। ১৯৭১ সালের এর দিনে-
    ১. পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল।
    ২. প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান, জাতীয় স্মৃতিসৌধে ফুল প্রদানের মাধ্যমে দিবসটি পালন করি।
    ৩. এ দিনে দেশের বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসে।
    ৪. এ দিনটি নিয়ে আমাদরে গর্ব হয়।






    1. Report
  5. Question:বাঙালিদের প্রধান সামাজিক উৎসবের নাম কী? এই উৎসবটি সম্পর্কে চারটি বাক্য লেখ। 

    Answer
    বাঙালিদের প্রধান সমজিক উৎসবের নাম হলো পহেলা বৈশাখ। এ দিনে-
    ১. ছোট-বড়, ধনী-গরিব আমরা সবাই পহেলা বৈশাখ অনুষ্ঠানে যোগ দিই।
    ২. দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গান-বাজনা ও মেলার আয়োজন করা যায়।
    ৩. বৈশাখী মেলায় ছোটদের নানা রকম খেলনা পাওয়া যায়।
    ৪. এদিন নাগরদোলা, নৌকাবাইচ, পুতুলনাট ইত্যাদির আয়োজন করা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd