1. Question:কয়েকজন ভাষা শহিদদের নাম বল? 

    Answer
    কয়েকজন ভাষা শহিদদের নাম হলো- সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর।






    1. Report
  2. Question:শহিদদের স্মরণে কোন শহিদমিনার নির্মাণ করা হয়েছে? 

    Answer
    শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদমিনার নির্মাণ করা হয়েছে।






    1. Report
  3. Question:আমাদের দেশে বাংলা ভাষা ছাড়া আরও কী কী ভাষা আছে? 

    Answer
    আমাদের দেশে বাংলা ভাষা ছাড়া আরও অনেক ভাষা আছে। সেগুলো হলো- ইংরেজি, হিন্দি, আরবি, সাঁওতালি, চাকমা ইত্যাদি।






    1. Report
  4. Question:রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিরা কেন আন্দোলন করেছেন? 

    Answer
    ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই দাবিতে বাঙালিরা আন্দোলন করেছিল। কারণ পাকিস্তানি শাসকেরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু পূর্ব পাকিস্তানের বেশির ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। তাই বাঙালিার তা মেনে নেয়নি। তারা বাংলাকে রাষ্ট্রভাভা করার দাবি তোলে। ফলে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেন।






    1. Report
  5. Question:বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কোন কোন তারিখে পালন করা হয়? 

    Answer
    বাংলাদেশেল স্বাধীনতা দিবস পালন করা হয ২৬শে মার্চ এবং বিজয় দিবস পালন করা হয় ১৬ই ডিসেম্বর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd