Question:বাংলাদেশের কোথায় কোথায় সমুদ্রবন্দর রয়েছে?
Answer
বাংলাদেশের চট্টগ্রাম ও মংলায় সমুদ্রবন্দর রয়েছে।
Question:বাংলাদেশের কোথায় কোথায় সমুদ্রবন্দর রয়েছে?
বাংলাদেশের চট্টগ্রাম ও মংলায় সমুদ্রবন্দর রয়েছে।
Question:বাংলাদেশ কোন কোন খনিজ সম্পদে সমৃদ্ধ?
বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি ইত্যাদি খনিজ সম্পদে সমৃদ্ধ।
Question:বনজ সম্পদ সম্পর্কে ব্যাখ্যা কর।
বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ ২৪,৯৩৮ বর্গকিলোমিটার। দেশের মোট ভূভাগের ১৬ ভাগ হচ্ছে বন। বনে রয়েছে মূল্যবান গাছপালা। এগুলো আমাদের ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণিসম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরও বেশি বনভূমি থাকা প্রয়োজন।
Question:আর্থ সমাজিক অগ্রগতিতে প্রকৃতিক সম্পদের ভূমিকা হিসেবে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি সম্পর্কে লেখ।
আমাদের দেশটি কৃষিপ্রধান। এদেশের মাটিও খুব উর্বর। এই উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। আবার শিল্পায়নও করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে গ্রামে। ফলে কাজের জন্য তখন আর গাঁয়ের লোক শহরের দিকে ছুটবে না।
Question:বাংলাদেশের প্রধান শিল্প হিসেবে চিনি শিল্প সম্পর্কে ব্যাখ্যা কর।
বাংলাদেশে প্রচুর আখের চাষ হয়। আখ থেকে চিনি ও গুড় তৈরি হয়। ১৯৩৩ সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। এখন দেশে ১৭টি চিনিকল আছে। আমাদের চাহিদা অনুযায়ী চিনি দেশে উৎপাদিত হচ্ছে না। ফলে বাংলাদেশকে প্রতি বছর প্রচুর চিনি বিদেশে থেকে আমদানি করতে হয়। ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ ১২০ লক্ষ মার্কিন ডলারের চা বিদেশে রপ্তানি করেছে।