1. Question:কেমন করে দেশের কল্যাণ হবে? 

    Answer
    পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলেই দেশের কল্যাণ হবে।






    1. Report
  2. Question:কথায় বড় না হয়ে কী হতে হবে? 

    Answer
    কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে।






    1. Report
  3. Question:পণ করতে হবে কেন? 

    Answer
    ভালো মানুষ হবার জন্য পণ করতে হবে। ভালো মানুষকে সবাই ভালোবাসে।






    1. Report
  4. Question:বিপদ এলে কী করতে হবে? 

    Answer
    বিপদ এলে সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যেতে হবে। ভয় পেলে পিছিয়ে থাকলে চলবে না।






    1. Report
  5. Question:অলসদের কেউ ভালোবাসে না কেন? 

    Answer
    অলসদের হাত, পা, রক্ত মাংস, বুদ্ধি থাকলেও তারা কোনো কাজ করে না। তারা অকারণে সময় নষ্ট করে। দেশ ও মানুষের কল্যাণে কোনো কাজ করে না। এ জন্যই অলসদের কেউ ভালোবাসে না।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd