Question:আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন?
Answer
আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুমকুমারী দাশ।
Question:আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন?
আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুমকুমারী দাশ।
Question:কাজে বড় হওয়া বলতে কী বোঝায়?
কাজে বড় হওয়া বলতে ভালো কাজ করে সুনাম অর্জন করাকে বোঝায়। মুখে বড় বড় কথা না বলে কাজে দক্ষ হলেই তাকে বড় হওয়া বলে।
Question:কবি কেন মিছে ভয় পেতে বারণ করেছেন?
কবি মিছে ভয় পেতে বারণ করেছেন, কেননা আমাদের সবারই হাত-পা আছে। আমরা চেষ্টা করলেই আমাদের হাত-পা কাজে লগিয়ে সফল হতে পারি।