1. Question:আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? 

    Answer
    আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুমকুমারী দাশ।






    1. Report
  2. Question:কাজে বড় হওয়া বলতে কী বোঝায়? 

    Answer
    কাজে বড় হওয়া বলতে ভালো কাজ করে সুনাম অর্জন করাকে বোঝায়। মুখে বড় বড় কথা না বলে কাজে দক্ষ হলেই তাকে বড় হওয়া বলে।






    1. Report
  3. Question:কবি কেন মিছে ভয় পেতে বারণ করেছেন? 

    Answer
    কবি মিছে ভয় পেতে বারণ করেছেন, কেননা আমাদের সবারই হাত-পা আছে। আমরা চেষ্টা করলেই আমাদের হাত-পা কাজে লগিয়ে সফল হতে পারি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd