1. Question:কোকিল কান সময়ে ডাকে? 

    Answer
    কোকিল বসন্তকালে ডাকে।






    1. Report
  2. Question:টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? 

    Answer
    টুনটুনি চঞ্চল প্রকৃতির পাখি। এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। এ গাছ থেকে ও গাছে নেচে নেচে ছুটে বেড়ায়। এজন্য টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয়।






    1. Report
  3. Question:কোনো কাকের বিপদ ঘটলে অন্য কাকেরা কী করে? 

    Answer
    কোনো কাকের বিপদ ঘটলে অন্য কাকেরা দলে দলে ছুটে আসে। তারপর উঁচু স্বরে ডাকতে থাকে। যেন প্রতিবাদ জানায়।






    1. Report
  4. Question:কোকিল ডিম পাড়ে কোথায়? 

    Answer
    কোকিল ডম পাড়ে কাকে বাসায়।






    1. Report
  5. Question:কোন পাখি সহজে পোষ মানে? 

    Answer
    বুলবুলি পাখি সহজে পোষ মানে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd