1. Question:উটপাখি কোথায় ববসাব করে? এদের খাবা সম্পর্কে লেখো। 

    Answer
    উটপাখি বসবাস করে মরুভূমিতে। বালি খুঁড়ে এর বাসা তৈরি করে। উটপাখি মোটামুটি সব রকমের খাবারই খায়। যেমন- মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। এর লবণ খেতে খুব ভালোবাসে। উটপাখির খিদে অনেক বেশি। খিদে পেলে এরা সামনে যা পায় তাই গিলতে শুরু করে।






    1. Report
  2. Question:উটপাখির শারীরিক গঠন সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    ১। উটপাখির শরীর অনেকটা গোলাকৃতির  হয়।
    ২। এদর গায়ের পশম সাধারণত কালো রঙের হয়ে থাকে।
    ৩। উটপাখির গলা ও পা অনেক লম্বা।
    ৪। এ পাখির ওজন প্রায় ৬৩ থেকে ১৪৫ কেজি হয়।
    ৫। উটপাখি আকারে অনেক বড় হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে বড় পাখি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd