Question:উটপাখি কোথায় ববসাব করে? এদের খাবা সম্পর্কে লেখো।
Answer
উটপাখি বসবাস করে মরুভূমিতে। বালি খুঁড়ে এর বাসা তৈরি করে। উটপাখি মোটামুটি সব রকমের খাবারই খায়। যেমন- মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। এর লবণ খেতে খুব ভালোবাসে। উটপাখির খিদে অনেক বেশি। খিদে পেলে এরা সামনে যা পায় তাই গিলতে শুরু করে।