1. Question:কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন? 

    Answer
    কবি ছয় রঙের ঘুড়ির কথা বলেছেন। রঙগুলো হচ্ছে- হলদে, সবুজ, লাল, সাদা, নীল এবং কালো।






    1. Report
  2. Question:ঘুড়ি কোথায় উড়ে যায়? 

    Answer
    ঘুড়ি বনের মাথায় আকাশে উড়ে যায়।






    1. Report
  3. Question:ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন কেমন অবস্থা হয়? 

    Answer
    ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন টালমাটাল অবস্থায় হয়। ঘুড়ির সুতোয় টান পড়লে ঘুড়িরা হোঁচট খায়। তখন ঘুড়ি সামলে রাখা কঠিন হয়ে পড়ে।






    1. Report
  4. Question:শিশু-কিশোরদের মন আনন্দে ভরে ওঠার কারণ কী? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    শিশু-কিশোররা নিজের মতো করে খেলতে পছন্দ করে। ফসলহীন বিশাল মাঠে তারা ইচ্ছামতো খেলতে পারে। আনন্দ করতে পারে। তাদের কেউ বাধা দেয় না। এ কারণেই শিশু কিশোরদের মন আনন্দে ভরে ওঠে।






    1. Report
  5. Question:ঘুড়ি ওড়ানোর নিয়ম সম্পর্কে পাঁচটি বাক্য লেখা। নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    ঘুড়ি ওড়ানোর নিয়ম সম্পর্কে পাঁচটি বাক্য :
    ১। ঘুড়ি ওড়ানোর জন্য লম্বা সুতা ও নাটাই দরকার হয়।
    ২। ঘুড়ির সাথে সুতা বেঁধে দিয়ে একজনকে নাটাই ধরে রাখতে হয়ে।
    ৩। অন্য আরেকজন কিছু দূরে গিয়ে ঘুড়িটিকে উড়িয়ে দেয়।
    ৪। নাটাই থেকে সুতা ছাড়লে ঘুড়ি আকাশের দিকে উড়তে থাকে।
    ৫। ঘুড়ি হালকা বাতাসে উড়তে পারে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd