1. Question:“আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ” কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও : 

    Answer
    আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ বলতে বোঝানো হয়েছে শিশুরাই ধীরে ধীরে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণ করবে। কারণ শিশুরাই একদিন সকল কাজে নেতৃত্ব দেবে। এসকল শিশুরাই একসাথে বড় হয়ে মিলেমিশে সুন্দর ও নতুন পৃথিবী গড়ে তুলবে।






    1. Report
  2. Question:‘চল্ চল্ চল্’ কবিতাটি কে লিখেছেন? 

    Answer
    চল্ চল্ চল্’ কতিবাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম।






    1. Report
  3. Question:কোথায় মাদল বাজে? 

    Answer
    ঊর্ধ্ব গগনে মাদল বাজে।






    1. Report
  4. Question:তরুণেরা কীভাবে রাঙা প্রভাত আনবে? 

    Answer
    তরুণেরা উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনবে।






    1. Report
  5. Question:তরুণেরা কোন গান গেয়ে মহশ্বশান সজীব করবে? 

    Answer
    তরুণেরা নব নবীদের গান গেয়ে মহাশ্মশান সজীব করবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd